জামায়েত-শিবির
মেজাজটা চরম খারাপ।আমার বাবা একটু রাগী,গম্ভীর মানুষ। তাই আমি উনার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি।আজ হঠাৎ করে ডাকলেন আমায়।গেলাম,উনার সামনে দাঁড়ালাম,যেতেই বললেন সারাদিন মোবাইল,পিসিতে কি এতো টেপাটেপি করো।আমি বললাম কিছুনা।উত্তরে পেলাম ইয়া মোটা এক ধমক ।তারপর বললেন সাবধান হও,এই জামায়েত-শিবিরের বিরুদ্ধে লেখালেখি করে কিছু হবেনা।এসব লেখালেখি না করে ভালো করে পড়।আমি মাথা নীচু করে চলে এলাম।উনাকে কি করে বোঝাই আমরা নতুন প্রজন্ম,আমরা অগ্নিমন্ত্রে দীক্ষিত,আমরা আমাদের দেশটাকে খুব ভালবাসি।আর তাই এই দেশে যতবার জামায়েত-শিবির জন্মাবে আমরা ততবার মুক্তিযোদ্ধা হয়ে লড়বো,জিতবো আর বাংলাদেশটাকে মুক্ত রাখবো পাকি জানোয়ারদের বিষাক্ত নিশ্বাস থেকে।সেটা যেভাবেই হোক না কেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪ভালো।