তা-ধিন-ধিন
আজ দেখা হবে বন্ধু তোমার সাথে,
দুটি হাত রাখবো তোমার হাতে;
যদি পাই মনের অধিক মিল,
হিয়াতে বাজবে মধুর বীন।
যদি তুমি মুচকি হেসে যাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;
যদি তুমি স্পর্শ কর মোরে,
নিজেকে রাখবো কেম্নে ধরে ?
তোমার ওই স্পরশ স্বাদের ঋণ,
আমাকে করবে হ্রিদয়হীন ।
যদি তুমি বারেক ফিরে চাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;
যদি তুমি জড়িয়ে নাও গো বুকে,
আজীবন রাখবো তোমায় সুখে;
কথা দাও করবে না প্রেমহীন,
এ জীবন তোমার দেহে লীন।
যদি তুমি ভালবাসা দাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন।।
দুটি হাত রাখবো তোমার হাতে;
যদি পাই মনের অধিক মিল,
হিয়াতে বাজবে মধুর বীন।
যদি তুমি মুচকি হেসে যাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;
যদি তুমি স্পর্শ কর মোরে,
নিজেকে রাখবো কেম্নে ধরে ?
তোমার ওই স্পরশ স্বাদের ঋণ,
আমাকে করবে হ্রিদয়হীন ।
যদি তুমি বারেক ফিরে চাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;
যদি তুমি জড়িয়ে নাও গো বুকে,
আজীবন রাখবো তোমায় সুখে;
কথা দাও করবে না প্রেমহীন,
এ জীবন তোমার দেহে লীন।
যদি তুমি ভালবাসা দাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ দেবনাথ ১৩/০১/২০১৬বাহঃ! খুব ভাল লিখেছ, বন্ধু!!
-
অ ২৬/০৬/২০১৫চমৎকার ...।
-
মোবারক হোসেন ২২/০৬/২০১৫Good Poem.