কবিতা
কবিতা লিখেছি নিজের ইচ্ছামতো
ছন্দ বেঁধেছি নিজের ছন্দমতো
মানিনি কোন নিয়মনীতির বালাই
লিখেছি মনে যা আসে তাই।
নিয়ম মেনে কি কবিতা লেখা হয়?
আর যা হোক কবিতা তা নয়।
কবিতা হবে উচ্ছল প্রাণবন্ত
ছুঁয়ে যাবে তা হ্রদয়েরই প্রান্ত।
কবিতা হবে মনের বদ্ধ দরজা খুলে দেওয়া
বের হয়ে যাবে যত দু:খ যাতনা
কবিতা সেতো নয় ছন্দ মিলানো শ্রান্তি
সে-যে দু:খ ভোলানো এক বড় প্রশান্তি।
ছন্দ বেঁধেছি নিজের ছন্দমতো
মানিনি কোন নিয়মনীতির বালাই
লিখেছি মনে যা আসে তাই।
নিয়ম মেনে কি কবিতা লেখা হয়?
আর যা হোক কবিতা তা নয়।
কবিতা হবে উচ্ছল প্রাণবন্ত
ছুঁয়ে যাবে তা হ্রদয়েরই প্রান্ত।
কবিতা হবে মনের বদ্ধ দরজা খুলে দেওয়া
বের হয়ে যাবে যত দু:খ যাতনা
কবিতা সেতো নয় ছন্দ মিলানো শ্রান্তি
সে-যে দু:খ ভোলানো এক বড় প্রশান্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১৭/০৫/২০২১সব কিছু উন্মুক্ত হোক কবিতায়
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৫/২০২১Right you are.
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৫/২০২১কথা সত্য তবুও নিয়ম জেনেই তা ভাঙ্গতে হয় বোধহয়।ধন্যবাদ প্রিয় কবি।
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২১অসাধারণ লাগছে কবি
পাঠে মুগ্ধ হলাম