বৃষ্টির গান
ধিন তাক ধিন তাক নাচেরে
বৃষ্টির নুপুর বাজেরে,
অঝোর ধারায় ঝরে
বৃষ্টির মুক্তো পড়ে,
ছোট ছোট পায়ে
খুকি মনি নাচে,
গেয়ে উঠে গান
সাথে মন প্রান,
গাছের সারি চুপচাপ
ভিজে জুবুথুবু,
ছেলের দল পুষকুনিতে
খাচ্ছে হাবুডুবু।
খোকন সোনা চুপচাপ
বৃষ্টি দেখে.. আর
কবিতার ছন্দ মিলায়
আপন মনে।
বৃষ্টির নুপুর বাজেরে,
অঝোর ধারায় ঝরে
বৃষ্টির মুক্তো পড়ে,
ছোট ছোট পায়ে
খুকি মনি নাচে,
গেয়ে উঠে গান
সাথে মন প্রান,
গাছের সারি চুপচাপ
ভিজে জুবুথুবু,
ছেলের দল পুষকুনিতে
খাচ্ছে হাবুডুবু।
খোকন সোনা চুপচাপ
বৃষ্টি দেখে.. আর
কবিতার ছন্দ মিলায়
আপন মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ আর মুন্না ২৭/১০/২০১৯
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১০/২০১৯সুন্দর ছড়া
-
সুলতান মাহমুদ ২৬/১০/২০১৯Nice
পুষকুনিতে দেয় ঝাপ
শুভেচ্ছা কবিতায়