মায়ের দুঃখ
আমার খোকন মানুষ হয়নি
হয়েছে সন্ত্রাসী
এ দুঃখ কাকে বলবো, বলার জায়গা নেই
শুধু ঝরে আখি জল,
সদা দুশ্চিন্তায় থাকি কখন আসবে খবর,
মানুষ বলবে দেখ, তোমার -
সন্ত্রাসী ছেলের হয়নি কবর।
কিন্তু কেউ জানবেনা
কে বানালো সন্ত্রাসী
কেউ জানবেনা কে-যে,
ছিল গড ফাদার-
যাদের পেট পুরাবার জন্য দিয়েছিল অস্ত্রতুলে
আমার সন্তানেল হাতে
মরেছে আমার সন্তান
কারো ক্ষতি নেই তাতে,
আমি হলাম সন্তান হারা-
দুঃখ নেই তবু যদি মান বাঁচে।
হয়েছে সন্ত্রাসী
এ দুঃখ কাকে বলবো, বলার জায়গা নেই
শুধু ঝরে আখি জল,
সদা দুশ্চিন্তায় থাকি কখন আসবে খবর,
মানুষ বলবে দেখ, তোমার -
সন্ত্রাসী ছেলের হয়নি কবর।
কিন্তু কেউ জানবেনা
কে বানালো সন্ত্রাসী
কেউ জানবেনা কে-যে,
ছিল গড ফাদার-
যাদের পেট পুরাবার জন্য দিয়েছিল অস্ত্রতুলে
আমার সন্তানেল হাতে
মরেছে আমার সন্তান
কারো ক্ষতি নেই তাতে,
আমি হলাম সন্তান হারা-
দুঃখ নেই তবু যদি মান বাঁচে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০১৯সন্ত্রাসীর বড়-ছোট নাই।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/১০/২০১৯নাইস
-
তৈয়বা মনির ২৩/১০/২০১৯খুব ভালো লিখেছেন...শুভকামনা