www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের দুঃখ

আমার খোকন মানুষ হয়নি
হয়েছে সন্ত্রাসী
এ দুঃখ কাকে বলবো, বলার জায়গা নেই
শুধু ঝরে আখি জল,
সদা দুশ্চিন্তায় থাকি কখন আসবে খবর,
মানুষ বলবে দেখ, তোমার -
সন্ত্রাসী ছেলের হয়নি কবর।
কিন্তু কেউ জানবেনা
কে বানালো সন্ত্রাসী
কেউ জানবেনা কে-যে,
ছিল গড ফাদার-
যাদের পেট পুরাবার জন্য দিয়েছিল অস্ত্রতুলে
আমার সন্তানেল হাতে
মরেছে আমার সন্তান
কারো ক্ষতি নেই তাতে,
আমি হলাম সন্তান হারা-
দুঃখ নেই তবু যদি মান বাঁচে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast