শিরোনাম জানি না।
বৃষ্টি পড়ে
কিন্তু কোন শব্দ পাই না।
বাতাস ধীর লয়ে বয়ে যায়,
কিন্তু কোন শব্দ পাই না।
বাতাসের বয়ে চলা, ভেসে বেড়ানো,
শুধু গাছের পাতার নড়াচড়া দেখে অনুভূত হয়।
আর আমরা সবাই চুপচাপ।
বসে বৃষ্টি দেখি, পাতার দোলন দেখি,
গল্প করা হয় না, চা খাওয়াও নয়।
এর মাঝে শুধু তার নীরব চাহনি,
ওঃ কি সেই ভীষণ নীরব চেয়ে থাকা
মনে হয় এক সুতীব্র বেদনা চিরে চলেছে
তার গুপ্ত হৃদয়
চলেছে অবিরাম রক্ত ক্ষরণ,
অথবা??
একি প্রেমের আহ্বান!?!
আমি জানি না!!!
শুধু ভালো লাগে এই অলস বসে থাকা,
কল্পনার জাল বুনে চলা,
যার শিরোনাম??
জানি না!!!!
কিন্তু কোন শব্দ পাই না।
বাতাস ধীর লয়ে বয়ে যায়,
কিন্তু কোন শব্দ পাই না।
বাতাসের বয়ে চলা, ভেসে বেড়ানো,
শুধু গাছের পাতার নড়াচড়া দেখে অনুভূত হয়।
আর আমরা সবাই চুপচাপ।
বসে বৃষ্টি দেখি, পাতার দোলন দেখি,
গল্প করা হয় না, চা খাওয়াও নয়।
এর মাঝে শুধু তার নীরব চাহনি,
ওঃ কি সেই ভীষণ নীরব চেয়ে থাকা
মনে হয় এক সুতীব্র বেদনা চিরে চলেছে
তার গুপ্ত হৃদয়
চলেছে অবিরাম রক্ত ক্ষরণ,
অথবা??
একি প্রেমের আহ্বান!?!
আমি জানি না!!!
শুধু ভালো লাগে এই অলস বসে থাকা,
কল্পনার জাল বুনে চলা,
যার শিরোনাম??
জানি না!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।