ইচ্ছে হয় ভালোবাসি
ইচ্ছে হয় তোমায় ভালোবাসি।
ইচ্ছে হয় তোমায় কাছে ডাকি।
ইচ্ছে হয় তোমায় আবেগে জড়িয়ে ধরি।
ইচ্ছে হয় তোমার লাল দুটি ঠোঁটে
এঁকে দিই সুতীব্র চুম্বন।
ইচ্ছের খাতায় গুড়েবালি
বাস্তবের কষাঘাতে
অলস কল্পনা থেকে জেগে উঠি।
ইচ্ছে হয় তোমায় কাছে ডাকি।
ইচ্ছে হয় তোমায় আবেগে জড়িয়ে ধরি।
ইচ্ছে হয় তোমার লাল দুটি ঠোঁটে
এঁকে দিই সুতীব্র চুম্বন।
ইচ্ছের খাতায় গুড়েবালি
বাস্তবের কষাঘাতে
অলস কল্পনা থেকে জেগে উঠি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/০৩/২০১৯বেশ! হয়েছে।
-
সাঁঝের তারা ০৭/০৩/২০১৯ভাল ইচ্ছে
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০১৯অন্যরকম ইচ্ছে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৩/২০১৯বেশ
-
আব্দুল হক ০৫/০৩/২০১৯বেশ , ধন্যবাদ!