মায়ের স্বপ্ন- শাহানারা বেগম
আমার খোকন বড় হবে অ-নেক বড়
হবে ডাক্তার, না হলেও হবে ইঞ্জিনিয়ার।
করবে সেবা মানুষের, আর মা-বাবার।
থাকবে না হি়ংসা বিদ্বেষ।
জ্ঞান বিজ্ঞানে ঘটবে উম্মেষ,
লোভ লালসা থাকবে না, ঘটবে মনের বিকাশ।
নিবেদিত হবে প্রাণ দেশ ও দশের।
সংকুচিত হবে না কোন সমালোচনায়
উজাড় করে করবে দান দু-হস্ত ভরে
চিরজীবী হবে সে মানুষের মঙ্গলের তরে।
হবে ডাক্তার, না হলেও হবে ইঞ্জিনিয়ার।
করবে সেবা মানুষের, আর মা-বাবার।
থাকবে না হি়ংসা বিদ্বেষ।
জ্ঞান বিজ্ঞানে ঘটবে উম্মেষ,
লোভ লালসা থাকবে না, ঘটবে মনের বিকাশ।
নিবেদিত হবে প্রাণ দেশ ও দশের।
সংকুচিত হবে না কোন সমালোচনায়
উজাড় করে করবে দান দু-হস্ত ভরে
চিরজীবী হবে সে মানুষের মঙ্গলের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৭/০২/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০২/২০১৯বিরাট স্বপ্ন।