মানুষ কাটার খেলা
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি চিত্কার করে বলেছিলাম,
স্রষ্টার দোহাই তোদের মারিস না আমায়।
না!ওরা শোনে নি।
ওরা জবাই করেছে আমায়।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।
আমি চিত্কার বলেছিলাম,আমিও বাচঁতে চাই তোদেরই মত।
না!ওরা শোনেনি।
আমার জল মাখা চোখ ওরা দেখেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে ওরা কেটেছিল আমাকে।
আমি হাহাকার করে বলেছিলাম,
আমার মাকে তোরা নিসন্তান করিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার আকুতি শুনেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি আর্তনাদ করে বলেছিলাম,
আমার ন্যায়কে তোরা কেড়ে নিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার ক্রন্দন দেখেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি চিত্কার করে বলেছিলাম,
স্রষ্টার দোহাই তোদের মারিস না আমায়।
না!ওরা শোনে নি।
ওরা জবাই করেছে আমায়।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।
আমি চিত্কার বলেছিলাম,আমিও বাচঁতে চাই তোদেরই মত।
না!ওরা শোনেনি।
আমার জল মাখা চোখ ওরা দেখেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে ওরা কেটেছিল আমাকে।
আমি হাহাকার করে বলেছিলাম,
আমার মাকে তোরা নিসন্তান করিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার আকুতি শুনেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি আর্তনাদ করে বলেছিলাম,
আমার ন্যায়কে তোরা কেড়ে নিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার ক্রন্দন দেখেনি।
শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০৯/২০১৪অনেক সুন্দর একটি কবিতা।
-
শিমুল শুভ্র ৩০/০৮/২০১৪খুব সুন্দর কবিতা এই খেলা আর কত দিন চলবে?
-
একনিষ্ঠ অনুগত ৩০/০৮/২০১৪এ খেলা আর কত দিন...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪বাস্তবতার নিরিখে চমৎকার সত্য একটি লেখনী।
-
স্বপন রোজারিও(১) ২৯/০৮/২০১৪মানুষ কাটার খেলা
বন্ধ হোক এর মেলা। -
শিমুদা ২৯/০৮/২০১৪প্রতিশোধের স্পৃহায় জ্বলে উঠা কবিতা
ন্যায়কে তো দমিয়ে রাখাযায়না।
ভাললেগেছে। -
রফছান খাঁন ২৯/০৮/২০১৪সুন্দর লিখেছেন । চরম বাস্তবতা