পারিনি আমি
পারিনি আমি চাওয়া কবিতাটুকু লিখতে,
পারিনি চূড়ার ঐ চাঁদ রশ্মি এনে দিতে,
পারিনি নীল আকাশে তোমায় নিয়ে উড়তে,
পারিনি প্রখর রৌদ্রে তোমায় নিয়ে ঘুরতে।
আজ জমে থাক ওগুলো সব,
চারিদিকে অপ্রাপ্তির কলোরব।
পারিনি পার্কে বসে বাদামে খেতে খেতে গল্পের মাঝে হারাতে,
পারিনি কদমগাছের উচুঁ ডাল থেকে কদমটি এনে দিতে,
পারিনি শ্রাবণের বৃষ্টিতে খালি পায়ে তোমায় নিয়ে ভিজতে,
পারিনি তুমার ঐ খোলা চুলে মোর দু আঙুল বুলিয়ে দিতে।
আজ জমে থাক ওগুলো সব,
চারিদিকে অপ্রাপ্তির কলোরব।
তাই,
সব না পারাগুলো নিয়ে,
চলে যাচ্ছি আজ হারিয়ে।
ছিন্ন করে সব,সেই শূন্য গহ্বরের তলে,
যেখানে শুধুই প্রাপ্তিরা খেলা করে।
পারিনি চূড়ার ঐ চাঁদ রশ্মি এনে দিতে,
পারিনি নীল আকাশে তোমায় নিয়ে উড়তে,
পারিনি প্রখর রৌদ্রে তোমায় নিয়ে ঘুরতে।
আজ জমে থাক ওগুলো সব,
চারিদিকে অপ্রাপ্তির কলোরব।
পারিনি পার্কে বসে বাদামে খেতে খেতে গল্পের মাঝে হারাতে,
পারিনি কদমগাছের উচুঁ ডাল থেকে কদমটি এনে দিতে,
পারিনি শ্রাবণের বৃষ্টিতে খালি পায়ে তোমায় নিয়ে ভিজতে,
পারিনি তুমার ঐ খোলা চুলে মোর দু আঙুল বুলিয়ে দিতে।
আজ জমে থাক ওগুলো সব,
চারিদিকে অপ্রাপ্তির কলোরব।
তাই,
সব না পারাগুলো নিয়ে,
চলে যাচ্ছি আজ হারিয়ে।
ছিন্ন করে সব,সেই শূন্য গহ্বরের তলে,
যেখানে শুধুই প্রাপ্তিরা খেলা করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ২৮/০৮/২০১৪সুন্দর...
-
স্বপন রোজারিও(১) ২৭/০৮/২০১৪এক বার না পাড়লে দেখতে হবে শতবার
তাই বলে প্রয়োজন কি আছে হারাবার? -
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৮/২০১৪বেশ সুন্দর ভাবনা। ভাল লাগল।
-
শিমুদা ২৭/০৮/২০১৪হার মানা কবিতার গান । ভাল লাগল
-
SUMANPRAMANIK ২৭/০৮/২০১৪VALO LAGLO