সে ও আমি
সেদিন কি মনে করে একটি পুরোনো বই কিনলাম,
রাতে বিছানায় শুয়ে পড়ছিলাম পুরোনো সেই বইটি,
পড়তে পড়তে ঝিমুচ্ছিলাম বা প্রায় ঘুমিয়ে পড়েছিলাম,
মধ্যরাত, হঠাৎ মনে হল দরজায় কে যেন,
তাই তো খুব শান্ত ভাবে কড়া নাড়ছে,
কোন দর্শনার্থী,তাই হবে নিজেকে বুঝালাম।
কিন্তু ঘুম আসলো না, হটাৎ মনে হলো,
আরও এক রাতে আমার এরকম হয়েছিল,
মধ্যরাতে ঠিক তাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি,
আবারও তার কথা মনে পড়ল,আমি ভয় পেলাম,
আমি সমুদ্রের দিশাহীন নাবিক হতে চাই না,
কিন্তু তাকে মনে পড়লেই আমি দিশাহীন হয়ে পড়ি।
দরজায় কড়া নাড়ার শব্দ,তীব্র ভয় আমাকে গ্রাস করল,
নিজেকে শান্ত করতে চাইলাম,মধ্যরাতের কোন দর্শনার্থী,
নিজের মধ্যে সাহস সঞ্চয় করলাম,নিশ্চই আমার কোন বন্ধু,
বিছানা ছেড়ে উঠলাম,এভাবে কাউকে দাড় করিয়ে রাখা ঠিক নয়,
মনে মনে কি বলব ঠিক করলাম,সত্যিই আমি দু:খিত ,
দরজায় দাড় করিয়ে রাখবার জন্য আমি দু:খিত, ঘুমিয়ে পড়েছিলাম,
এসব বলব বলে প্রস্তুতি নিয়ে দরজা খুলতে গেলাম,
দরজা খুলে অবাক, কেউতো নয় শুধুই অন্ধকার।
অন্ধকারে আবারও তীব্র ভয় আমাকে গ্রাস করল,
দরজা বন্ধ করে মনে হল দরজায় নয় জানালায় শব্দ,
আমি ভেতরে এসে নিজেকে শান্ত করার চেষ্টা কররাম,
সাহস সঞ্চয় করে জানালার দিকে এগিয়ে গেলাম,
জানালা খুলতেই একটি পাখি ঘরের মেঝেতে এসে বসল,
পাখিটি শান্ত ভাবে মেঝেতে বসল যেন এটি তারই ঘর,
পাখিটির দিকে তাকিয়ে কেন যেন আমার ভয় কেটে গেল।
আমার মন ভাল হয়ে গেল,যদিও পাখিটি দেখতে কুৎসিত,
আমি পাখিটিকে জিজ্ঞেস করলাম,কে তুমি, কি নাম তোমার,
পাখিটি বললো ,আমি কেউ নই, আমার মনে হল সুন্দর বলেছে,
আমি অবাক হলাম তার উত্তরে,মনে হল বাহ্ সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তর,
কিন্তু পাখিটি আমায় ছেড়ে চলে যাবে যেমন সে চলে গিয়েছে,
আমি চিৎকার করে পাখিটিকে বললাম চলে যাও এক্ষনি,
পাখিটির চোখে যেন কোন অশুভ ছায়া, পাখিটি স্থির বসেই রইল।
রাতে বিছানায় শুয়ে পড়ছিলাম পুরোনো সেই বইটি,
পড়তে পড়তে ঝিমুচ্ছিলাম বা প্রায় ঘুমিয়ে পড়েছিলাম,
মধ্যরাত, হঠাৎ মনে হল দরজায় কে যেন,
তাই তো খুব শান্ত ভাবে কড়া নাড়ছে,
কোন দর্শনার্থী,তাই হবে নিজেকে বুঝালাম।
কিন্তু ঘুম আসলো না, হটাৎ মনে হলো,
আরও এক রাতে আমার এরকম হয়েছিল,
মধ্যরাতে ঠিক তাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি,
আবারও তার কথা মনে পড়ল,আমি ভয় পেলাম,
আমি সমুদ্রের দিশাহীন নাবিক হতে চাই না,
কিন্তু তাকে মনে পড়লেই আমি দিশাহীন হয়ে পড়ি।
দরজায় কড়া নাড়ার শব্দ,তীব্র ভয় আমাকে গ্রাস করল,
নিজেকে শান্ত করতে চাইলাম,মধ্যরাতের কোন দর্শনার্থী,
নিজের মধ্যে সাহস সঞ্চয় করলাম,নিশ্চই আমার কোন বন্ধু,
বিছানা ছেড়ে উঠলাম,এভাবে কাউকে দাড় করিয়ে রাখা ঠিক নয়,
মনে মনে কি বলব ঠিক করলাম,সত্যিই আমি দু:খিত ,
দরজায় দাড় করিয়ে রাখবার জন্য আমি দু:খিত, ঘুমিয়ে পড়েছিলাম,
এসব বলব বলে প্রস্তুতি নিয়ে দরজা খুলতে গেলাম,
দরজা খুলে অবাক, কেউতো নয় শুধুই অন্ধকার।
অন্ধকারে আবারও তীব্র ভয় আমাকে গ্রাস করল,
দরজা বন্ধ করে মনে হল দরজায় নয় জানালায় শব্দ,
আমি ভেতরে এসে নিজেকে শান্ত করার চেষ্টা কররাম,
সাহস সঞ্চয় করে জানালার দিকে এগিয়ে গেলাম,
জানালা খুলতেই একটি পাখি ঘরের মেঝেতে এসে বসল,
পাখিটি শান্ত ভাবে মেঝেতে বসল যেন এটি তারই ঘর,
পাখিটির দিকে তাকিয়ে কেন যেন আমার ভয় কেটে গেল।
আমার মন ভাল হয়ে গেল,যদিও পাখিটি দেখতে কুৎসিত,
আমি পাখিটিকে জিজ্ঞেস করলাম,কে তুমি, কি নাম তোমার,
পাখিটি বললো ,আমি কেউ নই, আমার মনে হল সুন্দর বলেছে,
আমি অবাক হলাম তার উত্তরে,মনে হল বাহ্ সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তর,
কিন্তু পাখিটি আমায় ছেড়ে চলে যাবে যেমন সে চলে গিয়েছে,
আমি চিৎকার করে পাখিটিকে বললাম চলে যাও এক্ষনি,
পাখিটির চোখে যেন কোন অশুভ ছায়া, পাখিটি স্থির বসেই রইল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯/০২/২০১৭দারুণ লিখেছেন কবি! ধন্যবাদ আপনাকে।
-
দ্বীপ সরকার ০৭/০২/২০১৭ভালো লিখেছেন কবি।
-
আশুতোষ দালাল ০৭/০২/২০১৭খুব সুন্দর...