ক্ষমা চাইতে পারিনি
ছেলেবেলা থেকেই আমি থাকতে পারিনি,
যেখানে সবাই ছিল, আমি দেখতে পারিনি,
যা সবাই দেখল, আমি বসন্ত দেখতে পারিনি,
আমি আমার হৃদয়কে জাগ্রত করতে পারিনি,
আমি শুধু নিজেকে ভালবেসেছি ,
কিন্তুু সেদিন মধ্যরাতে ঘুম ভেঙে গেলে,
মনে হল কে যেন দাড়িয়ে,সত্যিই কে যেন,
আমি তোমাকে দেখতে চাই, আমি ক্ষমা চাই,
না কেউ নেই ওখানে ,শুধুই অন্ধকার,
প্রতি রাতেই জেগে উঠি,ভয়ার্ত,দুর্বল,
শুধু ক্ষমা চাই,অন্য কিছু নয় ।
যেখানে সবাই ছিল, আমি দেখতে পারিনি,
যা সবাই দেখল, আমি বসন্ত দেখতে পারিনি,
আমি আমার হৃদয়কে জাগ্রত করতে পারিনি,
আমি শুধু নিজেকে ভালবেসেছি ,
কিন্তুু সেদিন মধ্যরাতে ঘুম ভেঙে গেলে,
মনে হল কে যেন দাড়িয়ে,সত্যিই কে যেন,
আমি তোমাকে দেখতে চাই, আমি ক্ষমা চাই,
না কেউ নেই ওখানে ,শুধুই অন্ধকার,
প্রতি রাতেই জেগে উঠি,ভয়ার্ত,দুর্বল,
শুধু ক্ষমা চাই,অন্য কিছু নয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনাদী রহমান ০৬/০২/২০১৭কবি , সুন্দর লিখেছেন, আপনি যা হারিয়েছেন, তাইতো আপনাকে করেছে কবি, হারিয়ে বুঝেছেন, কতটা ভালবাসতেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০২/২০১৭প্রিয় কবিবর,
তুমি তোমার হৃদয়কে জাগাতে পারনি কিন্তু....
তোমার কবিতা দিয়ে সবার হৃদয়কে জাগিয়েছ
অসংখ্য ধন্যবাদ -
সুলতান মাহমুদ ০৫/০২/২০১৭good