পেনশিল থেকে কলম
ছোট্ বেলায় লিখা শিখার জন্য সাদা ছক ছিলেত দিয়ে লিখ্তে দেওয়া হত । কারন ভুল হলে তা সংশোধন করা যায় । একটু বড় হলে খাতা আর পেনশিল দেয়, যাতে করে ভূলগুলু সংশোধন করা যায় , আর এখন আমরা অনেক বড় হয়ে গেছি তাই এখন আমরা কলম দিয়ে লিখি ,তবে এখন ভুল হলে সেগুলু সংশোধন করা যায় না । তথাপি আমরা ছোট বেলায় কোন দোষ ভুল করলে তার জন্য ক্ষমা পেতাম । কিন্তু এখন আমরা অনেক বড় হয়ে গেছি এখন বুল করলে ক্ষমা পাওয়া যাবে না । তাই যাই করিনা কেন ভেবে চিন্তে করা ভালো হবে আমাদের জন্য ...................দুঃক্ষের মেলা..................।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না বন্ধু।