www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশ মা

সোনার দেশে কোটি মানুষ
পড়ে রয়েছে হারিয়ে হুশ !
এমন দেশটি আছে কোথায়
শান্তি খুজি আছে যেথায় ?
সবুজ শ্যামল দেশটি আমার
হয়ে গেছে লালের আকার !
ভুলে গেলে কি সেই ৭১ এর কথা -?
আজো ভুলেনি মা সন্তান হারানোর ব্যাথা!
বাংলা মা বলে ডাক যাকে
ক্ষমতার লোভে ধবংস করতেছ তাকে !
যতন করে আগলে রাখ বাংলা মাকে
সবাই যেন শুখে থাকে বাংলা মায়ের বুকে !!!!!!

-------------------দুঃখের মেলা ----------------------

   আসুন সবাই মিলে আমাদের এই সোনার দেশটাকে বাচাই এবং নিজেরাও বাচি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ১৩/০১/২০১৪
    তুমি যে শুখে থাকতে চাইলে তাতে কি সুখ আসবে?আর যে বাচা বাঁচালে নিজে কি বাঁচবে আর দেশকে কি বাঁচাবে।
  • মুরাদ হাছান ১২/০১/২০১৪
    বাংলাদেশ কারো দাদা,নানা,বাবা কিংবা চাচার না ।নহে হাচিনা - খালেদা - এরশাদ - গোলাম আজমের
    বাংলাদেশ হলো আমার আপ্নার ১৬ কোটি বাংগালির, ১৬ কোটি বাংগালির থেকে বাচাই করে- হাচিনা/খালেদা/এরশাদের মত লোককে ভোট দিয়ে নিরবাচিত করি ,আমারা জনগনের উপকারের জন্য।
    বাংলাদেশের সার্বভোমত্ব রক্ষাত্রে।
    কিন্তু আজ তারা সবাই নিজস্ব ক্ষমতার জন্য রাক্ষুসের মত সাধারন জনগনের রক্ত চুসে খাচ্ছে আর -পুলিশ , রেব, আরমি,বিডিয়ার,এবং নিজেস্ব বাড়া করা লোক দিয়ে মানুষ হত্যা করতেছে ।এমন যদি হতে থাকে তাহলে এদের মত দেশ প্রধান এই বাংলার মাটিতে নাই দরকার ! যারা জনগনের দুঃখ,সমস্যা বুঝতে চায় না তাদেরকে বাংলা থেকে তাড়ানোর একান্ত দরকার ।
 
Quantcast