অন্ধকার এবং আমি
রাতের বিষন্ন অন্ধকার
আমার জীবনের চারখার ।
মেঘের আডালে চাদের হাসি
সবার আডালে লুকিয়ে কাধি ।
আমি ভাবি তোমায় নিয়ে
তুমি ভাব কাকে নিয়ে ?
জালাময়ী এই রিধয়ে
রেখেছি তোমায় খুব যতনে ।
রাতের আকাশে তারার খেলা
আমার মনে দুঃখের মেলা ।
আধার শেষে আলো আসে
দুঃখ গুলু আমার মিটিমিটি হাসে ।
পডে আছি একত্রে
অন্ধকার এবং আমি !!!!!!!!!
**********দুঃখের মেলা ***********
আমার জীবনের চারখার ।
মেঘের আডালে চাদের হাসি
সবার আডালে লুকিয়ে কাধি ।
আমি ভাবি তোমায় নিয়ে
তুমি ভাব কাকে নিয়ে ?
জালাময়ী এই রিধয়ে
রেখেছি তোমায় খুব যতনে ।
রাতের আকাশে তারার খেলা
আমার মনে দুঃখের মেলা ।
আধার শেষে আলো আসে
দুঃখ গুলু আমার মিটিমিটি হাসে ।
পডে আছি একত্রে
অন্ধকার এবং আমি !!!!!!!!!
**********দুঃখের মেলা ***********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ১৩/০১/২০১৪কেন আলোয় আসতে কি ভয় পাও? না কে বাধা দেয়।
-
মুরাদ হাছান ১১/০১/২০১৪এটা আমার পুরানো কবিতা ,দয়া করে ভুল শুদ্ধ করে পড়বেন ,ধন্যবাদ সবাইকে