ধৈর্য এবং আমার হাল
ধৈর্য মহান মালিকের এক বিশেষ গুন
ইমানের অর্ধেক তার করায়ত্ত্বে
মহান প্রভু আছেন ধৈর্যশীলদের সাথে
তিনি ধৈর্যশীলদের খুব ভালবাসেন
তাঁর প্রিয়দের থেকে ধৈর্যের পরীক্ষা নেন ?
সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন আইয়ুব আঃ
প্রত্যেক নবী আঃ চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন l
যে আল্লাহর যত প্রিয় হতে চায় তার যে ততটুকুন পরীক্ষা দিতে হবে
যাচাই ছাড়া কি কেউ কাউকে হৃদয়ে স্থান দেয় ?
আমি যে পরীক্ষায় বার বার পরাস্থ হচ্ছি !
একটু পদ পদবী, একটু অর্থের ক্ষয়, একটু অসুস্থতা
অথবা সামান্য সর্দি জ্বর আমাকে অস্থির করে ফেলে
মহিয়ানের নামে কত অভিযোগ দাড় করি
বলতে থাকি তাঁর মাখলুকের নিকট !
আমার ভাগ্য, আমার রিজিক বরাদ্ধতো একমাত্র তাঁর হাতে
অন্যরা বাহন মাত্র , নিয়ন্তা নয়
কিন্তু আমি মাখলুককেই খোদা বনে তোয়াজ করি
আমি খাটিভাবে একমাত্র মাওলার হতে পারি না !
একটুতেই ক্লান্ত হয়ে যাই
হাহাকার আর আফসোস যেন দুর হয় না
আমাকে মাফ করো হে মহিয়ান l
০২/০৭/২০১৯
ইমানের অর্ধেক তার করায়ত্ত্বে
মহান প্রভু আছেন ধৈর্যশীলদের সাথে
তিনি ধৈর্যশীলদের খুব ভালবাসেন
তাঁর প্রিয়দের থেকে ধৈর্যের পরীক্ষা নেন ?
সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন আইয়ুব আঃ
প্রত্যেক নবী আঃ চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন l
যে আল্লাহর যত প্রিয় হতে চায় তার যে ততটুকুন পরীক্ষা দিতে হবে
যাচাই ছাড়া কি কেউ কাউকে হৃদয়ে স্থান দেয় ?
আমি যে পরীক্ষায় বার বার পরাস্থ হচ্ছি !
একটু পদ পদবী, একটু অর্থের ক্ষয়, একটু অসুস্থতা
অথবা সামান্য সর্দি জ্বর আমাকে অস্থির করে ফেলে
মহিয়ানের নামে কত অভিযোগ দাড় করি
বলতে থাকি তাঁর মাখলুকের নিকট !
আমার ভাগ্য, আমার রিজিক বরাদ্ধতো একমাত্র তাঁর হাতে
অন্যরা বাহন মাত্র , নিয়ন্তা নয়
কিন্তু আমি মাখলুককেই খোদা বনে তোয়াজ করি
আমি খাটিভাবে একমাত্র মাওলার হতে পারি না !
একটুতেই ক্লান্ত হয়ে যাই
হাহাকার আর আফসোস যেন দুর হয় না
আমাকে মাফ করো হে মহিয়ান l
০২/০৭/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৭/২০১৯ধৈর্যই মুক্তির পথ।