www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাঁয়ের প্রেম

বাড়ি যাব এই আশাতে
প্রভুর শানে ভরসা করে
পথ পানে আজ যাত্রা l
রং বেরঙের স্মৃতিভাসে
কত স্বপ্ন কৃতি নাশে
বাড়ে কমে সুখ মাত্রা l

গ্রামের কাদা মেঠু পথে
দেখত সবাই চলতে পথে
শেষ বিকালে খেলার মাঠে
বইত সময় রাত্রি দিন l
পুকুর পাড়ে আম কুড়াতে
জামের শাখে ঢিল ছুড়াতে
দুরন্ত ঐ গাঁয়ের ছেলে
চলত ভয় ভাবনাহীন l

স্মৃতিগুলো জাগবে মনে
বলব কথা নিজের সনে
মুখে থাকবে হাসিখুশি l
গ্রাম যে আমার জন্মভূমি
গ্রাম যে জীবন শেষের ভূমি
গ্রামকে মনে প্রাণে ভালবাসি l
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast