ভোট এলে
ভোট এলে চারিদিক
হাসে ফুল সুবাসে
ভোট গেলে ফুলসব
চলে যায় প্রবাসে l
মাস্তানও এইদিন
পা চাটে গরীবের
সন্ত্রাসী চাঁদাবাজ
হাত ধরে সজীবের l
চরিত্রের সুবাসে
নাক চেপে হাটে লোক
পাশ হলে তাইতো
দিয়ে যায় শুধু দুখ l
ভোটারেরা এই দিন
হয়ে দল অন্ধ
মার্কায় ভোট দেয়
দিল করে বন্ধ l
দেশপ্রেম কই যায়
কোথা তার বাড়ি ঘর ?
আমি আজ শুধু ভাল
বিরোধীরা সব পর l
হাসে ফুল সুবাসে
ভোট গেলে ফুলসব
চলে যায় প্রবাসে l
মাস্তানও এইদিন
পা চাটে গরীবের
সন্ত্রাসী চাঁদাবাজ
হাত ধরে সজীবের l
চরিত্রের সুবাসে
নাক চেপে হাটে লোক
পাশ হলে তাইতো
দিয়ে যায় শুধু দুখ l
ভোটারেরা এই দিন
হয়ে দল অন্ধ
মার্কায় ভোট দেয়
দিল করে বন্ধ l
দেশপ্রেম কই যায়
কোথা তার বাড়ি ঘর ?
আমি আজ শুধু ভাল
বিরোধীরা সব পর l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১২/২০১৮shundor
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮বাস্তবসম্মত কবিতা।
আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/১২/২০১৮ভালই
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১২/২০১৮valo