মানুষ
সত্য মিথ্যা মানুষ জানে
ভাল মন্দ মানুষ চিনে
ন্যায় অন্যায় মানুষ বুঝে
তাইতো মানুষ জ্ঞানী l
সৃষ্টির সেরা তাইতো মানুষ
নিজের ইচ্ছায় স্বাধীন মানুষ
শুধু প্রভুর কাছে ঋনী l
আজকে চলি প্রভু সেজে
সত্য মিথ্যায় দুচোখ বুজে
উপকার ক্ষতি ভুলে l
পাখির মত স্বাধীন হলে
ফিরব ঘরে উদর ভরে
সন্ধা মাতাই কলরোলে l
ভাল মন্দ মানুষ চিনে
ন্যায় অন্যায় মানুষ বুঝে
তাইতো মানুষ জ্ঞানী l
সৃষ্টির সেরা তাইতো মানুষ
নিজের ইচ্ছায় স্বাধীন মানুষ
শুধু প্রভুর কাছে ঋনী l
আজকে চলি প্রভু সেজে
সত্য মিথ্যায় দুচোখ বুজে
উপকার ক্ষতি ভুলে l
পাখির মত স্বাধীন হলে
ফিরব ঘরে উদর ভরে
সন্ধা মাতাই কলরোলে l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/১২/২০১৮nice
-
সাইয়িদ রফিকুল হক ১১/১২/২০১৮বেশ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/১২/২০১৮Nice
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/১২/২০১৮বেশ সুন্দর চিন্তক কবিতা।
শুভেচ্ছা অফুরান।