তিতাস তুমি
তিতাস তুমি বইছ কত
যাচ্ছে কত দিন গড়িয়ে
উজান থেকে ঢলের পানি
মাঠ ঘাট খাল দাও ভরিয়ে l
আনছ তুমি পলি বয়ে
সকল মাঠে দাও ছড়িয়ে
তোমার মায়ায় আমায় কাঁদায়
আগলে রাখ বুক জড়িয়ে l
তোমার বুকে ঢেউ খেলেছে
তোমার তানে গান ধরেছে
জ্ঞানী গুনী বই পড়িয়ে l
তোমার গর্ভে রত্ন কত !
শেষ হবেনা আর যা যত
মায়ার বাধঁন দাও ছড়িয়ে l
কত জীবন সাঙ্গ করে
কাউকে আবার ব্যঙ্গ করে
মৃত্যের মালা দাও পড়িয়ে l
তুমি আবার মেঘনায় উদাস
যাও বয়ে যাও দুরের প্রবাস
সকল মায়া দাও সরিয়ে l
যাচ্ছে কত দিন গড়িয়ে
উজান থেকে ঢলের পানি
মাঠ ঘাট খাল দাও ভরিয়ে l
আনছ তুমি পলি বয়ে
সকল মাঠে দাও ছড়িয়ে
তোমার মায়ায় আমায় কাঁদায়
আগলে রাখ বুক জড়িয়ে l
তোমার বুকে ঢেউ খেলেছে
তোমার তানে গান ধরেছে
জ্ঞানী গুনী বই পড়িয়ে l
তোমার গর্ভে রত্ন কত !
শেষ হবেনা আর যা যত
মায়ার বাধঁন দাও ছড়িয়ে l
কত জীবন সাঙ্গ করে
কাউকে আবার ব্যঙ্গ করে
মৃত্যের মালা দাও পড়িয়ে l
তুমি আবার মেঘনায় উদাস
যাও বয়ে যাও দুরের প্রবাস
সকল মায়া দাও সরিয়ে l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/১১/২০১৮
বেশ হয়েছে।