ব্যবধান
তোমার আমার মাঝে ব্যবধান এতই যে
যেমন ব্যবধান মাঠের চাতক আর আকাশের মেঘে।
মেঘ থাকে আপন ছেড়ে দূরের আকাশে
জল দে, বৃষ্টি দে! চাতকের কাঁদন
অত উপরে মেঘে কি আর পশে?
যেমন ব্যবধান মাঠের চাতক আর আকাশের মেঘে।
মেঘ থাকে আপন ছেড়ে দূরের আকাশে
জল দে, বৃষ্টি দে! চাতকের কাঁদন
অত উপরে মেঘে কি আর পশে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসউদুর রহমান খান ০৬/০১/২০১৪
-
দীপঙ্কর বেরা ০৬/০১/২০১৪Vesh bhalo lekha
bhalo laglo -
אולי כולנו טועים ০৬/০১/২০১৪ভালো লাগলো
আচ্ছা, মুনীর ভাই পশে মানে যেন কি?
পোষ মানে এমন?