পোষাপাখি সোনার খাঁচা
পোষাপাখি যেদিন দিবে উড়াল না ফেরার সেই অচিন দেশে
সোনার খাঁচা পড়বে ধুলায় ডানায় ঝাঁপটায় খুটির মাটি ধ্বসে।
ডুকরে সবাই উঠবে কেঁদে আহা খাঁচা আহা পাখি হল যে কী
দোয়া-দরুদ-গীতার চরণ পড়বে কেহ শূন্য খাঁচার পাশে বসে।
খবর যাবে পাশের বাড়ি ওবাড়ীর এক পোষাপাখি গেছে উড়ি
ছেলে- বুড়ো নর-নারী আসবে ছুটে শূন্য খাঁচা দেখার আশে।
পাড়াপড়শি আত্মীয়জন তাড়াতাড়ি করবে শেষকৃত্য আয়োজন
খাঁচা বেশিখন আর টিকবে না রে এ দেশের এ রোদ বাতাসে।
সোনার খাঁচা পড়বে ধুলায় ডানায় ঝাঁপটায় খুটির মাটি ধ্বসে।
ডুকরে সবাই উঠবে কেঁদে আহা খাঁচা আহা পাখি হল যে কী
দোয়া-দরুদ-গীতার চরণ পড়বে কেহ শূন্য খাঁচার পাশে বসে।
খবর যাবে পাশের বাড়ি ওবাড়ীর এক পোষাপাখি গেছে উড়ি
ছেলে- বুড়ো নর-নারী আসবে ছুটে শূন্য খাঁচা দেখার আশে।
পাড়াপড়শি আত্মীয়জন তাড়াতাড়ি করবে শেষকৃত্য আয়োজন
খাঁচা বেশিখন আর টিকবে না রে এ দেশের এ রোদ বাতাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৩/১২/২০১৩ভালো লাগলো