ফোনালাপ
ফোনালাপ ফোনালাপ
দুই নেত্রীর ফোনালাপ।
দেশ ও জাতির প্রয়োজনীয় কথা নয়
বিদ্যমান সমস্যার সমযোতা নয়
অহেতুক ঝগড়া অহেতুক ফাসাদ
পুরনো ঘা পুরনো ক্ষতে লবণ ছিটা
পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ
ঘাত-প্রতিঘাত অপবাদ, ঝগড়াটে স্বভাব!
সময় ও শিষ্টাচারের অপলাপ
এ কোন আলাপ? দুই নেত্রীর ফোনালাপ।
ক্ষমতাসীন যেমন তেমন ক্ষমতাহীন ভীষণ উত্তাপ
ককটেল বোমা স্বাধীনতা বিরোধীদের নেপথ্য প্রভাব
হরতাল ভাঙচুর অরাজগতা দুঃস্বপ্নের দুর্নিবার খোয়াব
রক্তনেশা জনতার পিঠে বসা ঘাড়ে চষা হিংস্র বুনো বাঘ
দু'জনের ফোনালাপে ফুটে ওঠা সেই মনোভাব।
না জানি জনতার কপালের পুরনো পাপ
খণ্ডাতে হবে এবার কঠিন কোন সংঘাতে।
সেই আভাসই ফুটে উঠেছে দুই নেত্রীর ফোনালাপে।
দুই নেত্রীর ফোনালাপ।
দেশ ও জাতির প্রয়োজনীয় কথা নয়
বিদ্যমান সমস্যার সমযোতা নয়
অহেতুক ঝগড়া অহেতুক ফাসাদ
পুরনো ঘা পুরনো ক্ষতে লবণ ছিটা
পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ
ঘাত-প্রতিঘাত অপবাদ, ঝগড়াটে স্বভাব!
সময় ও শিষ্টাচারের অপলাপ
এ কোন আলাপ? দুই নেত্রীর ফোনালাপ।
ক্ষমতাসীন যেমন তেমন ক্ষমতাহীন ভীষণ উত্তাপ
ককটেল বোমা স্বাধীনতা বিরোধীদের নেপথ্য প্রভাব
হরতাল ভাঙচুর অরাজগতা দুঃস্বপ্নের দুর্নিবার খোয়াব
রক্তনেশা জনতার পিঠে বসা ঘাড়ে চষা হিংস্র বুনো বাঘ
দু'জনের ফোনালাপে ফুটে ওঠা সেই মনোভাব।
না জানি জনতার কপালের পুরনো পাপ
খণ্ডাতে হবে এবার কঠিন কোন সংঘাতে।
সেই আভাসই ফুটে উঠেছে দুই নেত্রীর ফোনালাপে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০১/১১/২০১৩রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? দেশের সমস্যা'র চেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে পারিবারিক সমস্যা! আমরা কি এই দুই পরিবারের কাছে জিম্মি? অবস্থার পরিবর্তন হওয়া দরকার। দুই পরিবারকেই রাজনীতি থেকে অবসরে যাওয়া উচিত। এতে তারা যেমন শান্তিতে থাকবে- আমরাও শান্তিতে থাকবো।
-
মীর শওকত ০১/১১/২০১৩একেবারে বাস্তবতার সাথে সম্পৃক্ত কবিতা ।অনেক ধন্যবাদ কবি এরকম একটি কবিতা উপহার দেবার জন্য ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩সত্যিই বলেছেন।আমাদের কপালে কি আছে তা একমাত্র আল্লাহ্ ই জানেন।খুব ভালো লাগলো।আপনাকে নিয়মিত পাচ্ছি না কেন? সময় হলে আমার আজকের আয়োজনে আসতে পারেন।