পিতামাতা
উৎসর্গঃ সকল পিতামাতার পবিত্র চরণে-
---------------------------------
বুকের মানিক থাকলে দুঃখে যায় কি থাকা ঘরে
অজানা এক তুফানে বুক উথাল পাথাল করে।
ঘুম আসে না চোখের পাতায় মন বসে না কারো কথায়
নিভা চুলার আগুন সদায়ই নিভু নিভু জ্বলে অন্তরে
যার বুকের মানিক সেই বোঝে অন্যে বোঝে নারে।
কোর্মা পোলাউ দুগ্ধ ঘৃতে হয় না রুচি পোড়া চিতে
উদাসী মন এক রোধন গীতে অহর্নিশি তারই হিতে
কাঁদিতে কাঁদিতে মায়ার প্রীতে আর কাঁদিতে নারে।
যতই দেখাক সুখ স্বপন সন্তানহীনে তোষে না মন
পোড় বুক পোড়া নয়ন চায় শুধু তার অমূল্য ধন
বুকে নিয়ে পাগলের মতন আদরে অঝোর ঝরিতে।
---------------------------------
বুকের মানিক থাকলে দুঃখে যায় কি থাকা ঘরে
অজানা এক তুফানে বুক উথাল পাথাল করে।
ঘুম আসে না চোখের পাতায় মন বসে না কারো কথায়
নিভা চুলার আগুন সদায়ই নিভু নিভু জ্বলে অন্তরে
যার বুকের মানিক সেই বোঝে অন্যে বোঝে নারে।
কোর্মা পোলাউ দুগ্ধ ঘৃতে হয় না রুচি পোড়া চিতে
উদাসী মন এক রোধন গীতে অহর্নিশি তারই হিতে
কাঁদিতে কাঁদিতে মায়ার প্রীতে আর কাঁদিতে নারে।
যতই দেখাক সুখ স্বপন সন্তানহীনে তোষে না মন
পোড় বুক পোড়া নয়ন চায় শুধু তার অমূল্য ধন
বুকে নিয়ে পাগলের মতন আদরে অঝোর ঝরিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩মাতা পিতার প্রতি ভক্তির চমৎকার বর্ননা।খুবই সহজ ভাষায় সাবলীল একটি কবিতা।আপনি আমার বরাবরই প্রিয় একজন।খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাই।ভালো থাকুন নিরাপদে থাকুন।
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩গুরু সালাম
-
সহিদুল হক ১১/১০/২০১৩ভাল লাগলো।