পাতা বাহারের দেশে
তারপর একদিন অবকাশে
প্রকৃতিতে মিশে
পাতা বাহারের দেশে
খুঁজেছিনু প্রেম নির্ঝর স্বপ্নাবেশে।
চাঁদ দেখেছিল জোনাকির আলো
জোনাকি চাঁদের রূপ
দুজনাতে এঁকেছিল অপরূ
নয়নে নয়নে বাসা ভালো।
হাসনাহেনার মাতাল গন্ধ মন্ত্রে
মোহিত হয়েছিনু দেহ-প্রাণ-মনে
হারিয়েছিনু অশোকের লাল সনে
হঠাৎই ঘনালে মেঘ পূবালী প্রান্তে।
অগত্যা নীড়ে ফিরিবার এলো পালা
বুকে সুবাসিনী হাসনাহেনা
বাঁধিছে না ফেরার বাহানা
ফিরিবার কালে নিয়েছিনু পাতা বাহারের মালা।
প্রকৃতিতে মিশে
পাতা বাহারের দেশে
খুঁজেছিনু প্রেম নির্ঝর স্বপ্নাবেশে।
চাঁদ দেখেছিল জোনাকির আলো
জোনাকি চাঁদের রূপ
দুজনাতে এঁকেছিল অপরূ
নয়নে নয়নে বাসা ভালো।
হাসনাহেনার মাতাল গন্ধ মন্ত্রে
মোহিত হয়েছিনু দেহ-প্রাণ-মনে
হারিয়েছিনু অশোকের লাল সনে
হঠাৎই ঘনালে মেঘ পূবালী প্রান্তে।
অগত্যা নীড়ে ফিরিবার এলো পালা
বুকে সুবাসিনী হাসনাহেনা
বাঁধিছে না ফেরার বাহানা
ফিরিবার কালে নিয়েছিনু পাতা বাহারের মালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৩/২০১৯সুন্দর
-
পি পি আলী আকবর ০৭/০৩/২০১৯বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৩/২০১৯বেশ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৩/২০১৯চমৎকার