আদীম প্রহর
ক্ষুদ্ধ মেঘের রাগের ফসল আমি,
বজ্রপাত জানিয়ে দেয় আমার উপস্থিতি।
কবির ভাবনা আমি,
কবিতা বলে আমার কথা ।
ফসলের মাঠ আমি,
কৃষকের হাসি আমার চাওয়া।
রঙিন ফুলে ভরা শাখা আমি,
ভ্রমর জানে আমার প্রয়োজনীয়তা।
খরস্রোতা নদী আমি,
কলকল ধ্বনি আমার বয়েচলা ।
একপশলা বৃষ্টির পরের সূর্য আমি,
রংধনু আমার হাসি ।
বিলে ফোটা পদ্ম আমি,
আমায় দোলা দেয় জলের ঢেউ ।
আমি এক আদীম প্রহর,
যার প্রতিক্ষায় বসে আছে কেউ ।
রচনাকালঃ ২৯ জানুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ
বজ্রপাত জানিয়ে দেয় আমার উপস্থিতি।
কবির ভাবনা আমি,
কবিতা বলে আমার কথা ।
ফসলের মাঠ আমি,
কৃষকের হাসি আমার চাওয়া।
রঙিন ফুলে ভরা শাখা আমি,
ভ্রমর জানে আমার প্রয়োজনীয়তা।
খরস্রোতা নদী আমি,
কলকল ধ্বনি আমার বয়েচলা ।
একপশলা বৃষ্টির পরের সূর্য আমি,
রংধনু আমার হাসি ।
বিলে ফোটা পদ্ম আমি,
আমায় দোলা দেয় জলের ঢেউ ।
আমি এক আদীম প্রহর,
যার প্রতিক্ষায় বসে আছে কেউ ।
রচনাকালঃ ২৯ জানুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০৪/০৫/২০১৮durdanto lekhoni
-
কামরুজ্জামান সাদ ০৪/০৫/২০১৮নিয়মিতই এরকম ভাল লেখা নিয়ে থাকবেন আমাদের সাথে।শুভ কামনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৫/২০১৮অনেক ভাল লাগল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮দারুণ
অনেক ধন্যবাদ.... -
ন্যান্সি দেওয়ান ০৩/০৫/২০১৮Beautiful.
-
সাঁঝের তারা ০৩/০৫/২০১৮সুন্দর