স্বপ্নের পূর্ণতা
দেখো স্বপ্ন, যা তুমি ভালোবাসো
দিওনা হারাতে
অকালে ঝরাতে,
পুরে নিও মুঠি ভরে
হৃদয় মাঝে দিও রেখে
অনেক যতন করে।
করো যতন করে আপন,
যেন সে স্বপ্নের না হয় মরণ।
স্বপ্ন হারালে ভূবন মাঝারে
কে হবে দুঃখী তোমার মতন!
একটু উষ্ণ ছোঁয়া
দিতে পারে তার পূর্ণতা
যার কারণে শূন্য মাঝারে,
পেতে পারো সার্থকতা।
সার্থক তব সেই মানব
স্বপ্ন দেখল, কর্ম করল
পূর্ণতা দিল বাস্তবে
সুখের ভেলায় ভাসল খুশিতে
স্বপ্নের পূর্ণতা প্রাপ্তিতে।
রচনাকালঃ ২১ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ
প্রথম প্রকাশঃ ২৭ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ
বাংলা কবিতা ডট কম
দিওনা হারাতে
অকালে ঝরাতে,
পুরে নিও মুঠি ভরে
হৃদয় মাঝে দিও রেখে
অনেক যতন করে।
করো যতন করে আপন,
যেন সে স্বপ্নের না হয় মরণ।
স্বপ্ন হারালে ভূবন মাঝারে
কে হবে দুঃখী তোমার মতন!
একটু উষ্ণ ছোঁয়া
দিতে পারে তার পূর্ণতা
যার কারণে শূন্য মাঝারে,
পেতে পারো সার্থকতা।
সার্থক তব সেই মানব
স্বপ্ন দেখল, কর্ম করল
পূর্ণতা দিল বাস্তবে
সুখের ভেলায় ভাসল খুশিতে
স্বপ্নের পূর্ণতা প্রাপ্তিতে।
রচনাকালঃ ২১ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ
প্রথম প্রকাশঃ ২৭ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ
বাংলা কবিতা ডট কম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৪/২০১৮বেশ সুন্দর।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০৪/২০১৮স্বপ্নগুলো পূর্ণতা পাক।