সংসার
সংসার নামের নষ্ট শব্দের কাছে
আজ হয়ে গেলাম পুতুল,
যন্ত্রে ন্যায় চলে দিন যাপন
কখনো কখনো মনে হয়
ননীর পুতুল,আবার কখনো
হয়ে যাই খেলার পুতুল।
যেখানে কষ্ট পেতে পেতে
নষ্ট হয়ে গেছে জীবন,
দু’হাত আর পা দুটো চলে না
অবাক তাকিয়ে রয় দু’চোখ।
শুধু দেখে যায় নিজের
মনের ওপর অমানবিক নির্যাতন।
নির্যাতন হার মানায়
কখনো কখনো পশুদের
কখনো বা অমানুষদের।
ভাবি শুধু এরাও কি মানুষ?
এরাও কি আমার আপনজন?
এজন্যই কি পৃথিবীতে আমায় প্রয়োজন?
দুঃখ-কষ্ট, তিলে তিলে যন্ত্রণা
দেয়ার জন্য চলে প্রতিদিন আয়োজন।
আজ হয়ে গেলাম পুতুল,
যন্ত্রে ন্যায় চলে দিন যাপন
কখনো কখনো মনে হয়
ননীর পুতুল,আবার কখনো
হয়ে যাই খেলার পুতুল।
যেখানে কষ্ট পেতে পেতে
নষ্ট হয়ে গেছে জীবন,
দু’হাত আর পা দুটো চলে না
অবাক তাকিয়ে রয় দু’চোখ।
শুধু দেখে যায় নিজের
মনের ওপর অমানবিক নির্যাতন।
নির্যাতন হার মানায়
কখনো কখনো পশুদের
কখনো বা অমানুষদের।
ভাবি শুধু এরাও কি মানুষ?
এরাও কি আমার আপনজন?
এজন্যই কি পৃথিবীতে আমায় প্রয়োজন?
দুঃখ-কষ্ট, তিলে তিলে যন্ত্রণা
দেয়ার জন্য চলে প্রতিদিন আয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ১৭/০৭/২০১৪সুন্দর একটি কবিতা পড়লাম কবি বন্ধু। আসরে স্বাগতম। আশাকরি আমার পাতায় নিয়মিত পাবো।