আমার ভয় আমার আমিকে
ছোট বেলায় স্কুলে যে স্যারের ক্লাসে পড়া পারতাম না ভয়ে পিছনের বেঞ্চে বসতাম। মাথা থাকতো নিচু থাকতো ভয়...
আমি ভয় পাই আমার নিজেকে। যখন দেখি আমার চাহিদা আমার সামর্থের বাহিরে চলে যায় তখন আমার ভয় হয়। কেননা চাহিদা পূরণের পিছনে দৌঁড়াতে গিয়ে আমি অনেকটা হাঁফিয়ে ওঠি।
আমি ভয় পাই সমাজের সামাজিক অনুষ্ঠান গুলোতে যেতে। যেখানে আমার কোন মূল্যায়ন হয়না। মূল্যায়ন হয় ধনীদের, বড় লোকদের, বড়লোকদের ভীড়ে গণনার বাইরে থাকি আমি। তাই আমি ভয় পাই ওইসব সামাজিক অনুষ্ঠান গুলোতে যেতে। সেখানে আমি যা করি তাহয় সমাজের চোখে অসামাজিকতা, যা পরে যাই তাই সমাজের চোখে বেমানান।তাই আমি আমার আত্মীয়-স্বজনদের সামাজিক অনুষ্ঠানে যেতে ভয় পাই।
আমার না পারার দিকগুলোই আমার ভয়ের কারণ। ভালোভাবে কথা বলতে পারিনা,সমাজের চোখে অশিক্ষিত আমি। আমার অর্থ নেই বলে আমি গরীব। কেউ কেউ বলে আমার মনও নেই। নেই তো নেই আমার কিছুই নেই।এই নেইটাই আমার ভয়!একটু ভালো কাপড় পরে কোথাও যেতে লাগলে পাছের লোক বলে বসে ‘ব্যাটা খাইতে পায়না, দেখনা ফুটানি কত’। পাছের লোকের ভয়ে ফুটানি দেখাতে পারি না। তাহলে কি এই পৃথিবীতে জন্ম নেয়াটাই আমার অপরাধ?
আমি ভয় পাই আমার নিজেকে। যখন দেখি আমার চাহিদা আমার সামর্থের বাহিরে চলে যায় তখন আমার ভয় হয়। কেননা চাহিদা পূরণের পিছনে দৌঁড়াতে গিয়ে আমি অনেকটা হাঁফিয়ে ওঠি।
আমি ভয় পাই সমাজের সামাজিক অনুষ্ঠান গুলোতে যেতে। যেখানে আমার কোন মূল্যায়ন হয়না। মূল্যায়ন হয় ধনীদের, বড় লোকদের, বড়লোকদের ভীড়ে গণনার বাইরে থাকি আমি। তাই আমি ভয় পাই ওইসব সামাজিক অনুষ্ঠান গুলোতে যেতে। সেখানে আমি যা করি তাহয় সমাজের চোখে অসামাজিকতা, যা পরে যাই তাই সমাজের চোখে বেমানান।তাই আমি আমার আত্মীয়-স্বজনদের সামাজিক অনুষ্ঠানে যেতে ভয় পাই।
আমার না পারার দিকগুলোই আমার ভয়ের কারণ। ভালোভাবে কথা বলতে পারিনা,সমাজের চোখে অশিক্ষিত আমি। আমার অর্থ নেই বলে আমি গরীব। কেউ কেউ বলে আমার মনও নেই। নেই তো নেই আমার কিছুই নেই।এই নেইটাই আমার ভয়!একটু ভালো কাপড় পরে কোথাও যেতে লাগলে পাছের লোক বলে বসে ‘ব্যাটা খাইতে পায়না, দেখনা ফুটানি কত’। পাছের লোকের ভয়ে ফুটানি দেখাতে পারি না। তাহলে কি এই পৃথিবীতে জন্ম নেয়াটাই আমার অপরাধ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ দিদারুল আলম ১৪/০৭/২০১৪হুম, বুজলাম... ধন্যবাদ
-
নির্জন ১৩/০৭/২০১৪কে কি বলছে সেটা ভেবে পথচলা যাবে না। আমার গন্তব্য স্থলে আমাকে পৌচাতে হবেই।