অশনিসংকেত
বইবে যখন উল্টো বাতাস
হাল ছেড়ে কি পাল গুটাবি?
তখনও কি এমন করে যেমন তেমন
মিথ্যে কথার খই ফুটাবি?
দেখবি যখন একলা পথে
তুই ছাড়া আর নেই তো পাশে কেউ
পিছন ফিরে খুঁজবি কাদের?
তুলতো যারা শান্ত জলে ঢেউ?
লাগামহীন ওই ঘোড়াগুলো
মাড়িয়ে ধুলো যে যার মতো ছুট্?
আজ যে চেঁচায় সু-দিন দেখে
কু-দিন এলে বুঝবি এসব ঝুট্।
হাল ছেড়ে কি পাল গুটাবি?
তখনও কি এমন করে যেমন তেমন
মিথ্যে কথার খই ফুটাবি?
দেখবি যখন একলা পথে
তুই ছাড়া আর নেই তো পাশে কেউ
পিছন ফিরে খুঁজবি কাদের?
তুলতো যারা শান্ত জলে ঢেউ?
লাগামহীন ওই ঘোড়াগুলো
মাড়িয়ে ধুলো যে যার মতো ছুট্?
আজ যে চেঁচায় সু-দিন দেখে
কু-দিন এলে বুঝবি এসব ঝুট্।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৭/১০/২০২২বেশ বোধময়
-
ফয়জুল মহী ২৭/১০/২০২২Excellent
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/১০/২০২২অনেক সুন্দর কবিতা!