www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘোড়ার ডিম (মজার ছড়া)

হচ্ছেটা কি? হচ্ছেটা কি?
পাঁকিয়ে তালগোল,
হুমড়ি খেয়ে পড়ছে সবে
করছে কলরোল।
ছিঁড়ছে কারো জামার বোতাম
ছিঁড়ছে কারো দাড়ি,
হচ্ছেটা কি জানতে সবাই
করছে হুড়োহুড়ি।
পথের মোড়ে হচ্ছে জড়ো
হাজার লোকের ভীড়,
বাড়ছে কারো অস্থিরতা
কারো চক্ষুস্থির।
একে বলে অন্যকে 'ভাই
হচ্ছেটা কি হেথা?'
জবাব নেই কারুর মুখেই
সবার একই কথা।
কৌতুহলী লোকের ভীড়ে
ঝরছে যে ঘাম বেয়ে,
কারো কারো দশা যেন
সদ্য এলেন নেয়ে।
মধ্যেখানে পাগলা বুড়ো
গুনছে ঊনিশ-কুড়ি,
হঠাৎ রেগে চেঁচিয়ে বলে
'কে করেছিস্ চুরি?
গুনতে গিয়ে এখন দেখি
একটা পড়ে কম,
কে নিয়েছিস্, চট করে বল্
চুপ কেন একদম?'
জোয়ান-বুড়ো, সাহেব-মজুর
চলছে ঘেঁষাঘেঁষি,
বলছে সবাই বুড়ো সেথায়
গুনছে কি কম-বেশি?
কি যে এমন কঠিন বিষয়!
খাচ্ছে হিমশিম!
বুড়ো তখন হেসে বলে-
'গুনছি ঘোড়ার ডিম'।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ০৭/১২/২০১৪
    এক কথায় খুবই ভালো হয়েছে ,পড়ে ভালোই লাগলো ।
  • সুদীপ্তবিশ্বাস ০৭/১২/২০১৪
    বাঃ!!!
  • কি ছন্দের যাদু দেখালেন কবি ! উপলব্ধিতে কবিতার বোধ পেলাম- ভ্রান্তির পেছনে ছুটে চলা!! অনন্য প্রকাশ।
    • মোহাম্মদ তারেক ০৭/১২/২০১৪
      আপনার মন্তব্যে আমি ধন্য। আপনার বোধটা যথার্থ, ভ্রান্তির পিছনে কৌতুহলতা নিয়ে দৌড়ানো। ভালবাসা জানালাম কবিকে।
  • আবিদ আল আহসান ০৭/১২/২০১৪
    ঘোড়ার ডিম। অসাধারণ কবিতা
  • বাহ সকাল বেলা মুড টাই ভালো হয়ে গেলো। অনেক সুন্দর একটা ছড়া পড়লাম। সত্যি আপনার ছড়া গুলো অনেক সুন্দর।
  • অনিরুদ্ধ বুলবুল ০৬/১২/২০১৪
    'ঘাড়ার ডিমে'র কবি কিন্তু ভারি সুন্দর হয়েছে - একেবারে সুকুমার রায়ের মতই।

    অভিনন্দন কবি।
    • মোহাম্মদ তারেক ০৬/১২/২০১৪
      মন্তব্য আরো ছড়ার চেয়ে বেশি উপভোগ্য হলো বন্ধু। **"ঘোড়ার ডিমে"র কবি** হা হা হা...
      শুভেচ্ছা থাকল আপনার প্রতি।
    • অনিরুদ্ধ বুলবুল ০৬/১২/২০১৪
      ** কবি নয় বন্ধু, 'কবিতা'
 
Quantcast