www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোজন (মজার ছড়া)

এসো, এসো, বসে পড়ো
থালা খানা নিয়ে
করব ভোজন দুজন মিলে
হাওয়ার পাপর দিয়ে।
সাথে আছে রোদের আচার,
ছায়ার মিঠা জল,
ঘিয়ে ভাজা মেঘের রুটি,
পাঁটায় ছেঁচা ফল।
গোঁটা কয়েক পানের নাড়ু
খেয়ো ইচ্ছে মতো,
পাথরকুঁচির ফিরনী আছে,
বরফি-পায়েস কতো।
আদার লুচি, মূলোর পোলাও,
কোনটা দিব আগে,
ইচ্ছে মতো নিতে পারো
যখন যেটা লাগে।
ভোজন শেষে বসবো মোরা
জলের আসন পেতে,
সত্যি করে বলো আমায়
লাগল কেমন খেতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুহাম্মদ মাসউদ ১২/১২/২০১৪
    দারুণ ছড়া, ভালো লেগেছে কবি।
  • দারুন
  • অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪
    খেতে দারুণ হয়েছে কবি!
    জিভের লালা সামাল দেয়া দায়!
    আফসোস, এমন খাবার ইহজনমে আর খেতে পাব না!
    • মোহাম্মদ তারেক ০১/১২/২০১৪
      যাক, শ্রম সার্থক হলো।
      অাফসোছ কেন কবি! চাইলে যখন তখনই বসে যাবো দুজনে এমন ভোজনশালায়।
      প্রাণঢালা ভালবাসা অাপনার জন্য।
  • আপনার ছড়া গুলো আসলেই অনেক দারুন। এরকম মজার ছড়া আমার অনেক ভালো লাগে।
  • ৩০/১১/২০১৪
    সত্যি করেই বলছি বেশ ভালো লাগল তবে খেতে না পড়তে ।
 
Quantcast