ভোজন (মজার ছড়া)
এসো, এসো, বসে পড়ো
থালা খানা নিয়ে
করব ভোজন দুজন মিলে
হাওয়ার পাপর দিয়ে।
সাথে আছে রোদের আচার,
ছায়ার মিঠা জল,
ঘিয়ে ভাজা মেঘের রুটি,
পাঁটায় ছেঁচা ফল।
গোঁটা কয়েক পানের নাড়ু
খেয়ো ইচ্ছে মতো,
পাথরকুঁচির ফিরনী আছে,
বরফি-পায়েস কতো।
আদার লুচি, মূলোর পোলাও,
কোনটা দিব আগে,
ইচ্ছে মতো নিতে পারো
যখন যেটা লাগে।
ভোজন শেষে বসবো মোরা
জলের আসন পেতে,
সত্যি করে বলো আমায়
লাগল কেমন খেতে।
থালা খানা নিয়ে
করব ভোজন দুজন মিলে
হাওয়ার পাপর দিয়ে।
সাথে আছে রোদের আচার,
ছায়ার মিঠা জল,
ঘিয়ে ভাজা মেঘের রুটি,
পাঁটায় ছেঁচা ফল।
গোঁটা কয়েক পানের নাড়ু
খেয়ো ইচ্ছে মতো,
পাথরকুঁচির ফিরনী আছে,
বরফি-পায়েস কতো।
আদার লুচি, মূলোর পোলাও,
কোনটা দিব আগে,
ইচ্ছে মতো নিতে পারো
যখন যেটা লাগে।
ভোজন শেষে বসবো মোরা
জলের আসন পেতে,
সত্যি করে বলো আমায়
লাগল কেমন খেতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মাসউদ ১২/১২/২০১৪দারুণ ছড়া, ভালো লেগেছে কবি।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪দারুন
-
অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪খেতে দারুণ হয়েছে কবি!
জিভের লালা সামাল দেয়া দায়!
আফসোস, এমন খাবার ইহজনমে আর খেতে পাব না! -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১২/২০১৪আপনার ছড়া গুলো আসলেই অনেক দারুন। এরকম মজার ছড়া আমার অনেক ভালো লাগে।
-
অ ৩০/১১/২০১৪সত্যি করেই বলছি বেশ ভালো লাগল তবে খেতে না পড়তে ।