www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুড়ো গরু (রম্যছড়া)

সত্যি বলছি, গল্প না,
নয় তো এটা কল্পনা,
বুড়ো গরুর লেজ ধরে
চলছে লেজুঁড় বন্দনা।

বুড়ো গরুর দাম ভারী
বেজায় চতুর-কারবারি
পিঠে তাহার দেশ চড়ে
জাবর কাটে বেশ করে।

চোখ বুজে সে কান নেড়ে
জোয়াল থেকে ঝং ঝাড়ে
লেজের তেজে রয় খাড়া
ঘাড় বাঁকিয়ে যায় তেড়ে।

সত্যি বলছি, গল্প না
নয়তো নিছক কল্পনা,
বুড়ো গরু হাম্বা রবে
গাইছে ভীষণ, মন্দ না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর একটি রম্যছড়া। দারুন।
  • অনিরুদ্ধ বুলবুল ২৮/১১/২০১৪
    বুড়ো গরুর বন্দনা বেশ জমেছে, দেশের বোঝা ঘাড়ে করে বুড়ো গরুর জাবর কাটাও দেখছি, লেজের তেজও দেখছি আর হাম্বা রবে দেশোদ্ধারের যন্ত্রণাও সইছি। ছড়াটি বারাবর অন্তঃমিল হলে আরো ভাল লাগত।

    শুভেচ্ছা কবিকে -
  • ... ২৭/১১/২০১৪
    দ্বিতীয় স্তবকটি অন্য রকম ছন্দতায় এসে পড়েছে। তবে ছন্দের তাল মন্দ লাগেনি। রঙ্গতার রম্য নয়, আরো কিছু কথা কয়।
    ভালো থাকুন কবি।
    • মোহাম্মদ তারেক ২৭/১১/২০১৪
      ছন্দের পাশাপাশি ভাবের রেশ ধরে রাখতেই দ্বিতীয় স্তবকে অন্যতা।
      আপনি নিজেই ছন্দের বরপূত্র, সুতরাং মন্তব্যকে পরম প্রাপ্তি হিসেবে নিলাম। কৃতজ্ঞ কবি...
  • মোঃ আবদুল করিম ২৭/১১/২০১৪
    অসাধারন একটি ছড়া ভালো লাগলো
  • কবিতাটি তো কবি রম্যের পাশাপাশি ব্যঙ্গাত্মকও । দারুণ স্বরবৃত্ত ছন্দ আর উন্নত অনুপ্রাসে দেশের রাজনৈতিক লেজুড়বৃত্তি ও অকার্যকর শাসকের ভুলগুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন।
    • মোহাম্মদ তারেক ২৭/১১/২০১৪
      ছড়াটির মর্মকথা মন্তব্য আকারে তুলে ধরেছেন এ জন্য কৃতজ্ঞ প্রিয়কবি। বর্তমান প্রেক্ষাপটে লেঁজুড়বৃত্তির কদর বেশি তাই আত্মসম্ভ্রম বিসর্জন দিয়ে অনেকেই এ কার্যে রত।
      আর লেজের মালিকও এহেন কার্য উপভোগ করেন দারুন।
  • জে এস সাব্বির ২৭/১১/২০১৪
    চমেত্‍কার হইছে ।আমার খুব ভাল লাগল ।
  • বাহ চমৎকার একটি ছড়া। সত্যি দারুন লাগলো। সম্ভব সুন্দর হয়েছে................
 
Quantcast