বুড়ো গরু (রম্যছড়া)
সত্যি বলছি, গল্প না,
নয় তো এটা কল্পনা,
বুড়ো গরুর লেজ ধরে
চলছে লেজুঁড় বন্দনা।
বুড়ো গরুর দাম ভারী
বেজায় চতুর-কারবারি
পিঠে তাহার দেশ চড়ে
জাবর কাটে বেশ করে।
চোখ বুজে সে কান নেড়ে
জোয়াল থেকে ঝং ঝাড়ে
লেজের তেজে রয় খাড়া
ঘাড় বাঁকিয়ে যায় তেড়ে।
সত্যি বলছি, গল্প না
নয়তো নিছক কল্পনা,
বুড়ো গরু হাম্বা রবে
গাইছে ভীষণ, মন্দ না।
নয় তো এটা কল্পনা,
বুড়ো গরুর লেজ ধরে
চলছে লেজুঁড় বন্দনা।
বুড়ো গরুর দাম ভারী
বেজায় চতুর-কারবারি
পিঠে তাহার দেশ চড়ে
জাবর কাটে বেশ করে।
চোখ বুজে সে কান নেড়ে
জোয়াল থেকে ঝং ঝাড়ে
লেজের তেজে রয় খাড়া
ঘাড় বাঁকিয়ে যায় তেড়ে।
সত্যি বলছি, গল্প না
নয়তো নিছক কল্পনা,
বুড়ো গরু হাম্বা রবে
গাইছে ভীষণ, মন্দ না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাহসিনা ফেরদৌস শান্তা ২৯/১১/২০১৪সুন্দর একটি রম্যছড়া। দারুন।
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১১/২০১৪বুড়ো গরুর বন্দনা বেশ জমেছে, দেশের বোঝা ঘাড়ে করে বুড়ো গরুর জাবর কাটাও দেখছি, লেজের তেজও দেখছি আর হাম্বা রবে দেশোদ্ধারের যন্ত্রণাও সইছি। ছড়াটি বারাবর অন্তঃমিল হলে আরো ভাল লাগত।
শুভেচ্ছা কবিকে - -
... ২৭/১১/২০১৪দ্বিতীয় স্তবকটি অন্য রকম ছন্দতায় এসে পড়েছে। তবে ছন্দের তাল মন্দ লাগেনি। রঙ্গতার রম্য নয়, আরো কিছু কথা কয়।
ভালো থাকুন কবি। -
মোঃ আবদুল করিম ২৭/১১/২০১৪অসাধারন একটি ছড়া ভালো লাগলো
-
কৌশিক আজাদ প্রণয় ২৭/১১/২০১৪কবিতাটি তো কবি রম্যের পাশাপাশি ব্যঙ্গাত্মকও । দারুণ স্বরবৃত্ত ছন্দ আর উন্নত অনুপ্রাসে দেশের রাজনৈতিক লেজুড়বৃত্তি ও অকার্যকর শাসকের ভুলগুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন।
-
জে এস সাব্বির ২৭/১১/২০১৪চমেত্কার হইছে ।আমার খুব ভাল লাগল ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১১/২০১৪বাহ চমৎকার একটি ছড়া। সত্যি দারুন লাগলো। সম্ভব সুন্দর হয়েছে................