www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সূর্য প্রতিম বীর

নিশিথ রাতে জেগেছে কে রে! সূর্য প্রতিম বীর
আলোর ঘায়ে আনতে ঊষা, বদলাতে তকদীর
জীর্ণ-জড়া মাড়িয়ে কে ওই অশ্বারোহী ছোটে
দ্রোহ মন্ত্রে শান দিয়ে তার খাপছারা শমসির।

হায়! একি স্বপন! স্বপন শুধু, তামাম জিন্দেগী
অবলীলাক্রমে পেরুলো করে পাপের বন্দেগী
কোথা সে বীর, কোথায় সে বাঁজখাই তাকবীর?
মক্কা-মদীনা, যেরুজালেম, বাগদাদ, আজমীর।

স্বেচ্ছায় মোরা পড়েছি গলে গোনাহের জিঞ্জির
ফেলেছি ধূলায় শুদ্ধতারই ঢালা ভরা আঞ্জির
লোভ-ভাগাড়ে লাভের খোঁজে অবনত করে শির
দেখতে পাইনা উর্ধ্বগগণে আলোক জোনাকির।

ভুলেছি মোরা সাধনার পথ লালসার আঁখিঠারে
পাপের জলসা তিলঠাঁইহীন অহমিকা পদভারে
সোরগোল-রোলে চাপা পড়ে আর্জি ফরিয়াদির
ফানুসে ফানুসে গগণ ভরে মোহ-মায়া সন্ধির।

কোথায় তুমি, এসো হে যোদ্ধা, সূর্য প্রতিম বীর
শৃঙ্খল-কারা ভেঙ্গে এনে দাও নবস্বাদ মুক্তির।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪
    রেনেসাঁর কবিতা...... জাগরণী...... অনেক অনেক ভালো হয়েছে।।
  • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
    বেশ জ্বালাময়ী ও সত্য ভাষণ। ভাব ভাষা ও বিন্যাস বেশ পোক্ত তবে দু'একটি কঠিন শব্দে থমকে দাঁড়াতে হয়েছে (আমার হয়েছে বলে অন্য কারো হবে তেমন কথা নয়) সর্বোপরি ভাল লেগেছে কবি।

    শুভেচ্ছা নিন -
    • মোহাম্মদ তারেক ১৯/১১/২০১৪
      দুঃখিত কবি কঠিন শব্দ প্রয়োগের জন্য। কবিতার প্রয়োজনে এমনটা করতে হল। আর আমরা যদি এ শব্দ গুলোর ব্যবহার চালু না রাখি তবে এগুলোর যত্ন করবে কে?
      মুল্যায়নের জন্য কৃতজ্ঞ।
 
Quantcast