রূপসী (ছড়া)
রূপসীরে দেখেছি রে স্বপন ঘোরে
থাম্ না বাপু! অধির কেন! বলছি তোরে।
নধর দেহ, ফোটা যেন পুষ্পকলি
অধর যুগল! মাখা যেন ডালিম লালী।
কপোল তলে সাঁঝের অাভা যায় যে খেলে
নয়ন ঠেলে লাজের লাভা যাচ্ছে গলে
মেঘের কালো দিয়ে যেন অঞ্জন আঁকা
হরিণী চপল ডাগর নয়ন স্বপন মাখা
কেশের ঝাঁপি কাঁপি কাঁপি গেছে নেমে
বিভাবরীর কালি সেথায় গেছে থেমে
দোদুল কোমর বিভোল মনে ছন্দ তোলে
কোমল চরণ ছূঁয়ে ধূলি ভূবন ভোলে
চন্দ্রিমা মুখ, জোছনা হেথা উপচে পড়ে
অংশুমালীর পাংশু মুখে হিংসে ঝরে
দীঘল তনু, বাঁকে বাঁকে ঢেউ খেলে যায়
অতুল আবেশ, মোহের ছটা, নিপুনতায়
দেখলে তারে উথলে পরান শান্তি বানে
সে অপরূপ কান্তি সুখের জোয়ার আনে
যতোই বলি তা-ও যে কম তার উপমা
থামছিরে বাপ্, যদিও কঠিন অল্পে থামা।।
থাম্ না বাপু! অধির কেন! বলছি তোরে।
নধর দেহ, ফোটা যেন পুষ্পকলি
অধর যুগল! মাখা যেন ডালিম লালী।
কপোল তলে সাঁঝের অাভা যায় যে খেলে
নয়ন ঠেলে লাজের লাভা যাচ্ছে গলে
মেঘের কালো দিয়ে যেন অঞ্জন আঁকা
হরিণী চপল ডাগর নয়ন স্বপন মাখা
কেশের ঝাঁপি কাঁপি কাঁপি গেছে নেমে
বিভাবরীর কালি সেথায় গেছে থেমে
দোদুল কোমর বিভোল মনে ছন্দ তোলে
কোমল চরণ ছূঁয়ে ধূলি ভূবন ভোলে
চন্দ্রিমা মুখ, জোছনা হেথা উপচে পড়ে
অংশুমালীর পাংশু মুখে হিংসে ঝরে
দীঘল তনু, বাঁকে বাঁকে ঢেউ খেলে যায়
অতুল আবেশ, মোহের ছটা, নিপুনতায়
দেখলে তারে উথলে পরান শান্তি বানে
সে অপরূপ কান্তি সুখের জোয়ার আনে
যতোই বলি তা-ও যে কম তার উপমা
থামছিরে বাপ্, যদিও কঠিন অল্পে থামা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৮/০২/২০১৫ভাল লাগল।
-
আবিদ আল আহসান ০৩/১২/২০১৪সুন্দর.অনেক ভালো লাগলো
-
একনিষ্ঠ অনুগত ১৭/১১/২০১৪স্বপ্নে দেখা রূপসীর রূপ-কীর্তন অনেক ভালো লাগলো।।
-
স্বপন রোজারিও(১) ১৬/১১/২০১৪খুব ভাল হয়েছে।
-
অনিরুদ্ধ বুলবুল ১৬/১১/২০১৪"থামছিরে বাপ্, যদিও কঠিন অল্পে থামা" - রক্ষা হলো; অল্পে থেমেছেন।
নইলে অভিধানের সব সুন্দর কথারাজি উজার হয়ে যতো!
রূপসীর গুণকীর্তনে সুন্দর সব শব্দের সমাবেশ ঘটিয়েছেন।
বেশ হয়েছে কবিতাটি।
অভিনন্দন কবি। -
মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪স্বপ্নের ঘরে দেখা এমন রুপসী কন্যার বর্ণনা অতুলনীয় ভাবে ফুটে উঠেছে ।