স্বর্গের কিরীটিকা
ক্ষুধিত আকাশ গিলিছে আলোরে
নিঝঝুম চারিপাশ,
কল-কোলাহল মিলিয়াছে কোথা
যেমনি মৃতের শ্বাস।
পথে পথে হাঁটি, জিরোই খানিক
ফের ফিরে চলি পথে,
তারারা জ্বলে ঝিকিমিকি দূরে
আকাশ নোলক-নথে।
ক্লান্ত শরীর, ঘুমহীন চোখে
ছায়া ফেলে শূকতারা,
ঊষা-রাঙা আলো টানিয়া ফেরে
পূনঃ পথে করে তাড়া।
ছুটিয়া চলিতেছি নগরে নগরে
প্রান্তরে, দ্বারে-দ্বারে,
কোথা পাই ছায়া তাপিত প্রাণেরে
জুড়াইতে একটি বারে।
মমতা-মোহের মনি-মানিক্যে
সাজাইতে হৃদি ধরা,
বণিক হইয়া ঘাঁটে ঘাঁটে ফিরি
বিকাইতে মন-ঘড়া।
পিপাসিত বুক হাহাকারে ভরে
তৃষ্ণায় রোধে বাণী,
বেদনা সুধার সূরায় উপচে
রিক্ত গোলাপদানী।
করিয়াছি শীতল জলের সন্ধান
ঢালা ভরা হীরা-মতি,
দেখি নাই তোমার বুকেতে নিরবে
বহিছে অমরাবতী।
তুমি নিভৃতে গাঁথিয়াছ মাল্য
সূঁচে-ডোরে মন গাঁথি,
হিয়ার কোঠরে সাজাইয়া আসন
স্বপন করিয়া সাথী।
আমি বিবাগী করি ভাগাভাগি
নিরাশার অহমিকা,
তুমি মহাময়ী গোপনে গড়িছো
স্বর্গের কিরীটিকা।
নিঝঝুম চারিপাশ,
কল-কোলাহল মিলিয়াছে কোথা
যেমনি মৃতের শ্বাস।
পথে পথে হাঁটি, জিরোই খানিক
ফের ফিরে চলি পথে,
তারারা জ্বলে ঝিকিমিকি দূরে
আকাশ নোলক-নথে।
ক্লান্ত শরীর, ঘুমহীন চোখে
ছায়া ফেলে শূকতারা,
ঊষা-রাঙা আলো টানিয়া ফেরে
পূনঃ পথে করে তাড়া।
ছুটিয়া চলিতেছি নগরে নগরে
প্রান্তরে, দ্বারে-দ্বারে,
কোথা পাই ছায়া তাপিত প্রাণেরে
জুড়াইতে একটি বারে।
মমতা-মোহের মনি-মানিক্যে
সাজাইতে হৃদি ধরা,
বণিক হইয়া ঘাঁটে ঘাঁটে ফিরি
বিকাইতে মন-ঘড়া।
পিপাসিত বুক হাহাকারে ভরে
তৃষ্ণায় রোধে বাণী,
বেদনা সুধার সূরায় উপচে
রিক্ত গোলাপদানী।
করিয়াছি শীতল জলের সন্ধান
ঢালা ভরা হীরা-মতি,
দেখি নাই তোমার বুকেতে নিরবে
বহিছে অমরাবতী।
তুমি নিভৃতে গাঁথিয়াছ মাল্য
সূঁচে-ডোরে মন গাঁথি,
হিয়ার কোঠরে সাজাইয়া আসন
স্বপন করিয়া সাথী।
আমি বিবাগী করি ভাগাভাগি
নিরাশার অহমিকা,
তুমি মহাময়ী গোপনে গড়িছো
স্বর্গের কিরীটিকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৪/১১/২০১৪বেশ সুন্দর লেখা কবি...
-
মাসুম মুনাওয়ার ১৪/১১/২০১৪সুন্দর লেখা
-
অনিরুদ্ধ বুলবুল ১৪/১১/২০১৪ভারী সুন্দর কবিতা। আবেশে ও মোহে খনিকের জন্যে রবীন্দ্রীয় ভাবের ঘোরে হেঁটে এলাম কবি। সুলিখিত শব্দ বিন্যাস আর পরিচ্ছন্ন ভাবে অনন্য কবিতা পড়লাম। এই সকাল বেলা কবিতটিঁ পড়ে মনটা ভরে গেল।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।