www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাকাল ফল (ছড়া)

জানতে পেলাম অকাল কালেই
নাকাল আমি মাকাল ফল,
মিষ্টি তাতে নেই তো কিছুই
পুরোটাতেই তেঁতো জল।
চোখেই কেবল লাগে ধাঁ- ধাঁ
রস বড় বেরসিক হায়!
একটি বার কেউ দেখলে চেখে
জীবনে তার আর কি খায়?
নাদুস্-নুদুস্ শরীরটা বেশ
দেখতে শুনতে মন্দ নই,
কেউ বলে ওই পলাশ-ফুল
রঙ আছে তোর গন্ধ কই!
কেউবা বলে ভাবখানা যেন্
লড়াই-ফেরত কুস্তিগীর,
লড়াইতো ছাই চরণ কাঁপে
দু'চার জনের দেখলে ভীড়।
কেউবা বলে ছেঁড়া ঢোল তুই
ভেতরটা তো শুধুই ফাঁকা,
ঘোড়ার ডিমে হিজি-বিজি
রঙ দিয়ে এক মুখোশ আঁকা।
আমি বলি করব কি ভাই
বিধির বিধি খন্ডানো দায়,
অসারে সার খুঁজছো কেন
ফেললে ছুঁড়ে কি আসে যায়??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৪/১১/২০১৪
    বেশ লাগলো এই আপনার মাকাল ফল। কি দরকার কে কি বললো? আপনি আপনার মতো আরো এই রকম লেখা পড়তে চাই। ভালো থাকবেন কবি...
  • একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪
    দারুণ...!
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/১১/২০১৪
    ছন্দে ছন্দে মাকাল ফলের গুণাগুণ প্রকাশ - বেশ ভাল লেগেছে। কবিতাটি বেশ গোছানো ও সুলিখিত। আগাগোড়াই একটা আনন্দের রেশ বিদ্যমান।

    শুভেচ্ছা কবি -
  • মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪
    বর্ণে বর্ণে সাজানো কথামালা অসাধারন
  • খুবই চমৎকৃত হলাম আপনার ছড়াটি পড়ে । সুন্দর ছন্দ আর শব্দের ব্যবহার আপনার ছড়াতে ।
 
Quantcast