www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিপ্টে বেজায় লোকটি (ছড়া)

বেজায় কিপ্টে লোকটি কেমন
দেখতে আহামরি!
কথায় পটু, মাকাল ফল
হাসির ছড়াছড়ি।
দাঁত কেলানো হাসির বাহার
দেখেই মরি ছাই!
ফড়-ফড়ানো কেবলই সার
কাজের বেলা নাই।

কার কথা গো বলছো দিদি
চটলে ভীষণ যে!
গরম তেলে জল এনে গো
ঢাললো আবার কে?

পরের কথা ঘেঁটে ফেরার
কোথায় অবসর!
কর্তা বাবুর কথাই বলি
করছি যার ঘর।
সেই যে কবে বললো দেবে
দুলের জোঁড়া গড়ে,
ভুলিয়ে শুধু রাখছে কথায়
কাল-পরশু করে।
হাড় জ্বলে যায় শুনলে তারি
নকল জাড়ি-জুড়ি,
'সবুর করো, আনবো তোমার
নতুন শাড়ী-চুড়ি।'

তাইতো দিদি! তোমার বর
বেজায় কিপ্টে লোক!

তোর তাতে কি! আমার বর
যেমন যাই হোক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার ছড়া পড়ে মুগ্ধ হলাম...।।
  • পিয়ালী দত্ত ১১/১১/২০১৪
    দারুন
  • অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪
    কিপ্টে হোক আর উদারই হোক বলব শুধুই আমি
    দেখবে না কেউ তার অপরাধ, সে হল মোর স্বামী!

    বড় সুন্দর লিখেছেন কবি। ।ভিনন্দন।
  • বাহ চমৎকার ছড়া । বেশ ভালো লাগলো।
  • cholbe
 
Quantcast