নয়ন
বৃষ্টি-মাতাল সন্ধ্যা ঘনায়
দিনের তিরেধানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
হাজার আশা-স্বপন জাগে
চপল উপল ভাঁজে,
দেখি সারা জগত রয় ঘুমিয়ে
কৃষ্ণ তারার মাঝে।
কাজল টানা যুগল নয়ন
কোন সে যাদু জানে!
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
আমার সকল বিশ্ব ভুলায়
নিতল নয়ন ওই,
পলক দোলায় হৃদয় দোলে
বিভোল হয়ে রই।
নিরব ভাষায় কয় কথা সে
হিয়ার কানে কানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
দিনের আলো যায় ফুরিয়ে
রাত্রি নেমে আসে,
তোমার ডাগর নয়ন ছবি
মানস জলে ভাসে।
ভাবি এমন যাক্ না কেটে
মধুর মোহে ক্ষণ,
অাঁখির কারায় করি যেচে
হৃদয় সমর্পণ।
অমর সুখের ফুলঝুরি সব
ছড়ায় কবির ধ্যানে,
শুধু অবাক হয়ে রই তাকিয়ে
যুগল নয়ন পানে।।
দিনের তিরেধানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
হাজার আশা-স্বপন জাগে
চপল উপল ভাঁজে,
দেখি সারা জগত রয় ঘুমিয়ে
কৃষ্ণ তারার মাঝে।
কাজল টানা যুগল নয়ন
কোন সে যাদু জানে!
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
আমার সকল বিশ্ব ভুলায়
নিতল নয়ন ওই,
পলক দোলায় হৃদয় দোলে
বিভোল হয়ে রই।
নিরব ভাষায় কয় কথা সে
হিয়ার কানে কানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
দিনের আলো যায় ফুরিয়ে
রাত্রি নেমে আসে,
তোমার ডাগর নয়ন ছবি
মানস জলে ভাসে।
ভাবি এমন যাক্ না কেটে
মধুর মোহে ক্ষণ,
অাঁখির কারায় করি যেচে
হৃদয় সমর্পণ।
অমর সুখের ফুলঝুরি সব
ছড়ায় কবির ধ্যানে,
শুধু অবাক হয়ে রই তাকিয়ে
যুগল নয়ন পানে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১০/১১/২০১৪apnar je kati kabita ami pore chi tar madye ata amake khu valo lago, bisoy ache sate chando ache r chando cha kono katia pore maja nei, tai apni channo diye likhu khub valo hoye r ro valo hobe vabishite
-
আসগার এইচ পারভেজ ১০/১১/২০১৪খুব ভালো হয়েছে...
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/১১/২০১৪চমৎকার লিখেছেন ভাল লাগলো ।
-
পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪খুব ভাল
-
মাহাদী সাগর ০৫/১১/২০১৪আনেক সুন্দর লাগলো।
-
কৌশিক আজাদ প্রণয় ০৫/১১/২০১৪ভাবি এমন যাক না কেটে
মধুর মহে ক্ষণ
আঁখির কারায় করি জেচে
হৃদয় সমর্পণ।
অসাধারণ লাগলো কবি, প্রেমের অসীম গভীরতা বর্ণীত ওই চোখে।।