www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরুদ্দেশ যাত্রা

আকাশের গায়ে রুগ্ন জোছনার প্রলেপন
ঝিঁ ঝিঁ পোকার অবিশ্রান্ত ঝাঁঝালো ডাক
মৌ মৌ সৌরভে জেগেছে মহুল বন,
ভূমিতলে আলোড়নে ত্রস্ত পাতার ছায়া
সরু মেটোপথ অকাতর ঘুমে অচেতন
ঘন অরন্যের বুকে রেখে সর্পিল কায়া।
নিশাচর পাখি অদূরে ঝাপটায় ডানা
ক্ষণে তার স্তব্ধতা ভাঙ্গা আচমকা স্বর,
ঘুমন্ত অরন্যে বুলায় মমতার প্রছন্ন আদর।

এ মনও বুঝি এক নিশাচর পাখি
জেগে কাটায় রাত্রির নিঝুম প্রহর,
চাঁদ হেলে পড়ে ছোঁয় পূর্ব সোপান
ক্রমাগত টানে মোরে অদেখার টান।
বিক্ষিপ্ত পদতলে চিৎকারে ঝরাপাতা,
নির্ঘুম এক রাতের বক্ষে নিরুদ্দেশ যাত্রা।

পেছনে দুয়ার খোলা ঘর, সমুখে আমার
অন্তহীন ভাবনার ধূসরতাময় ভূবন,
পথহারা- দিকভুলা, তবু শংকাহীন প্রাণ।
দ্বিধাহীন পদক্ষেপে নেই শাসনের ঘোর
দিগ্বলয়ের রেখা চুমে আসে যদি ভোর,
নিরুদ্দেশ এ একাকী যাত্রার হবে অবসান
খুঁজে নিবো ঠিকানা হয়তো তখন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তারেক নেওয়াজ ০৩/১১/২০১৪
    খুব সুন্দন হয়েছে।
  • রাত পেরুলেই যে ভোর আসবে তাতে কোনো সন্দেহ নেই। তবে রাতের ব্যাপ্তটা যে কত বড় হবে সেটাই আসল বিষয়। ভালো লাগলো।
  • স্তব্দতা> স্তব্ধতা ... শুরুতে নৈসর্গিক মহিমায় হারানোর অভিপ্রায়ে থেকে পরবর্তীতে একাকীত্বের বিষণ্ণতা হয়তো কবিকে বেদনার্ত করলো। তাই তো নিসর্গের ভিড়েও কবি পদতলে ঝরা পাতাদের চিৎকার শুনতে পান।
    • মোহাম্মদ তারেক ০৩/১১/২০১৪
      ঠিক করে নিলাম। নিরুদ্দেশ যাত্রার অবসান খুঁজছি কবি। জানিনা কবে দিগ্বলয়ের রেখা চুমে ভোর আসবে।
 
Quantcast