www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গন্ধ বিশারদ (ছড়া)

কত জনেই করে বড়াই বিদ্যা-বুদ্ধি জােড় নিয়ে
মগজ নাকি ভারী তাদের জ্ঞানে-গুণের ধন দিয়ে
যোগ বিয়োগের জট নাকি জলের মত সরল প্রায়
অনায়াসে দখল তাদের পূরণ-ভাগের তরল কায়
ব্যকরণের সকল কারন নখের ডগায় সদায় রয়
বিজ্ঞানের বিজ্ঞতা রস হাতের তালুয় নিত্য বয়
খানা-খন্দ ঘেঁটে ঘেঁটে কেটে ব্যাঙ আর আর্শোলা
কোন বারুদে কি জোর রয়, কোন রসদে হয় গোলা
কত আনায় মিলিতো চাল, কোন নবাবের আমলে
বগল তলে জমিয়ে রাখে পুঁথির পাতায় জাল ফেলে
কেউ কি কখন শুনেছো ভাই এমন গুনের কাহিনী
আজব হলেও সত্যি ভীষণ, মিছে তো আর রটেনি!
তার খ্যাতি ভাই দেশে দেশে, আজব গুণী সে মস্ত
আসল -নকল, সচল-বিকল, গন্ধ করে সে মুখস্ত
বন্ধ  করে চোখ  দু'খানি দিব্যি সে ভাই দেয় বলে
হাজার প্রকার গন্ধ নাকি সদায় রয় তার দখলে
করতে পরখ এসে লোকে প্রণাম  ঠুঁকে যায় সরে
"ছি! কত বিচ্ছিরি বাস", দৌড়ে পালায় নাক ধরে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ata kinto durun chaliye jao guru chaliye jao
  • চমৎকার ছড়া ... অনেক ভাল লাগলো ।
  • প্রয়াস মাসুম ০২/১১/২০১৪
    জটিলতর
  • কবিতাটি যথেষ্ট ভালো লাগলো। বাট কেনো যেনো একটু অসমাপ্ত লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ০১/১১/২০১৪
    আপনার কবিতা পড়ে সুকুমার রায়কেই মনে পড়ছে কবি!
    বেশ সুন্দর লিখেছেন - আপনি বলেই বলছি; কবিতাটি নিয়ে আরো ভাবুন, একটু এডিট করুন। মনে হয় সৌন্দর্য আরো বাড়াতে পারবেন।

    ধন্যবাদ।
  • ভাল লাগল। সুন্দর উপস্থাপনা।
 
Quantcast