চলেছে পথিক
দূর্ভার সময় কাঁধে নিয়ে চলেছে এক ক্লান্ত পথিক
সমুখে অাঁধারি আর পঙ্কিল পথ, ভুলেছে সে দিক,
পায়ে নেই বল তবু হেঁটে চলা তার প্রতিকুল পথে
জেগেছে দশদিকে বিভৎস্য ভয়ের হিড়িক।
চলেছে পথিক একা পথে, মহাকাল আজ তার কাঁধে
দূর দিগন্ত পাড়ে, নতুন শহরে তার স্বপ্ন আবাদে,
এখানে আঁধার শুধু, কোলাহল যায় শুধু শোনা
চেনা দায় আপনার জন, অচেনারা মেলে অবাধে।
এখানে নিরাশার জোয়ার, নিত্য আশার ভরাডুবি
বাঁকে বাঁকে তপস্যায় বসে অসূর- কদাকার-লোভী
এখানে প্রাণ অরন্যের সবুজ নেয় তিলেতিলে শুষে
উর্বর-দোঁয়াশ ভূমি ক্রমে হয়ে যায় বিশুষ্ক গোবি।
চলেছে পথিক পিছে ফেলে কাদা ছোঁড়াছুঁড়ি খেলা
মৃত কঙ্কালে কঙ্কালে সেজেছে যে ভৌতিক মেলা
নিরক্ত দেহে তবু ঝেড়ে ফেলে দিয়ে সব পিছুটান
চলেছে সে দেশে যেথা আলো নিয়ে উদিবে বেলা।
আর বুঝি দূরে নয়, পূবে ওই, ওই জ্বলে শূকতারা
ফুটবে অাঁধার-ভেদী নব আলো কিরণের ধারা
জীর্ণতা, অবসাদ, বিভীষিকা, ভয়ালতা সব ভুলে
চলেছে পথিক পায়ে পায়ে জাগাতে চেতনার সাড়া।।
সমুখে অাঁধারি আর পঙ্কিল পথ, ভুলেছে সে দিক,
পায়ে নেই বল তবু হেঁটে চলা তার প্রতিকুল পথে
জেগেছে দশদিকে বিভৎস্য ভয়ের হিড়িক।
চলেছে পথিক একা পথে, মহাকাল আজ তার কাঁধে
দূর দিগন্ত পাড়ে, নতুন শহরে তার স্বপ্ন আবাদে,
এখানে আঁধার শুধু, কোলাহল যায় শুধু শোনা
চেনা দায় আপনার জন, অচেনারা মেলে অবাধে।
এখানে নিরাশার জোয়ার, নিত্য আশার ভরাডুবি
বাঁকে বাঁকে তপস্যায় বসে অসূর- কদাকার-লোভী
এখানে প্রাণ অরন্যের সবুজ নেয় তিলেতিলে শুষে
উর্বর-দোঁয়াশ ভূমি ক্রমে হয়ে যায় বিশুষ্ক গোবি।
চলেছে পথিক পিছে ফেলে কাদা ছোঁড়াছুঁড়ি খেলা
মৃত কঙ্কালে কঙ্কালে সেজেছে যে ভৌতিক মেলা
নিরক্ত দেহে তবু ঝেড়ে ফেলে দিয়ে সব পিছুটান
চলেছে সে দেশে যেথা আলো নিয়ে উদিবে বেলা।
আর বুঝি দূরে নয়, পূবে ওই, ওই জ্বলে শূকতারা
ফুটবে অাঁধার-ভেদী নব আলো কিরণের ধারা
জীর্ণতা, অবসাদ, বিভীষিকা, ভয়ালতা সব ভুলে
চলেছে পথিক পায়ে পায়ে জাগাতে চেতনার সাড়া।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪চলবেই এ পথিক । ইস্পিত লক্ষ্যে পৌঁছানোই তার উদ্দেশ্য...
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪স্বপ্ন আবাদে মহাকাল কাঁধে নিয়ে যে পথিক চলেছে উদয়ের পথে তার অভিযান সার্থক হোক। নতুন রবির রাঙা প্রভাতের আলোতে জীবন উদ্ভাসিত হোক।
বেশ সুন্দর প্রত্যয়ী লেখা, প্রেরণাদায়ক!