অনুসন্ধান
আমি নিশিদিন, রই তুমিহীন
ভাবনা অচিন ঘিরে আসে.....
আশা খরধারা, হয় গতিহারা
অভাবিত শংকা প্রকাশে.......
যাতনারা সবে, মহা কলরবে
নিদয় গরবে উঠে বেজে...
কোথা বনফুল, মেঘ এলোচুল
নয়ন চটুল ভুলি নিজে...
ঝেড়ে ফেলে সবি, বেদনার কবি
হৃদয় করবী হাতে লয়ে...
অানমনে ছুটে, ফের পিছুহটে
ব্যথার বুনটে লীন হয়ে....
হায়! কোথা তুমি, কত পথ ভ্রমি
হিয়ার মরমী পাবো প্রাতে..
ঋজু মনোবল, পাথারের তল
খুঁজিছে কেবল মাঝ রাতে..
ভাবনা অচিন ঘিরে আসে.....
আশা খরধারা, হয় গতিহারা
অভাবিত শংকা প্রকাশে.......
যাতনারা সবে, মহা কলরবে
নিদয় গরবে উঠে বেজে...
কোথা বনফুল, মেঘ এলোচুল
নয়ন চটুল ভুলি নিজে...
ঝেড়ে ফেলে সবি, বেদনার কবি
হৃদয় করবী হাতে লয়ে...
অানমনে ছুটে, ফের পিছুহটে
ব্যথার বুনটে লীন হয়ে....
হায়! কোথা তুমি, কত পথ ভ্রমি
হিয়ার মরমী পাবো প্রাতে..
ঋজু মনোবল, পাথারের তল
খুঁজিছে কেবল মাঝ রাতে..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ২৯/১০/২০১৪beautiful.
-
কৌশিক আজাদ প্রণয় ২৯/১০/২০১৪এতটা ব্যাথার পরেও কবি তার মনোবলকে ঋজু রেখে পাথারের তল অনুসন্ধানের অভিপ্রায়ে আছেন।ভালবাসাকে অন্বেষণে অসাধারন দৃপ্ততা। কবিতার ছন্দ নিয়ে যদি বলি তবে একবাক্যেই বলতে হবে- অনিন্দ্য। মাত্রাবৃত্ত ছন্দের কবিতা যেখানে ১ম ও ৩য় লাইনে অন্তঃঅনুপ্রাস থাকার পাশাপাশি ২য় ও চতুর্থ লাইনে ছন্দের অনুপ্রাস কবিতাটিকে ব্যাকরণগত ভাবে অনেক উন্নত করে দিলো কবি।
-
আবু সাহেদ সরকার ২৯/১০/২০১৪সুন্দর, সাবলিল ও মনমুগ্ধকর একটি কবিতা পড়লাম।
-
শিমুদা ২৯/১০/২০১৪অসাধারণ কবি। অসাধারণ কবিতা খুব ভাল লাগল । দারুন ছন্দ কথা।
-
পিয়ালী দত্ত ২৮/১০/২০১৪খুব ভাল লাগল কবি
-
মনিরুজ্জামান শুভ্র ২৮/১০/২০১৪চমৎকার কবিতা ... অনেক ভাল লাগলো ।