একটি ফুল
একটি ফুল,
বাগান থেকে তুলে এনে খোঁপায় গুঁজি যদি,
পদ্মরাঙা অধর ছূঁয়ে,
নীল নয়নের অতল তলে স্বপন খুঁজি যদি,
বুকের কারায় বন্দী করে,
পরশ-মাতাল আবেগ ভরে,
সুখের শান্ত সিন্ধুজলে হৃদয় ভাসাই যদি,
নীল নয়নের এক ইশারায়,
ভরবে কি গো জোয়ার ধারায়,
খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদী?
বাগান থেকে তুলে এনে খোঁপায় গুঁজি যদি,
পদ্মরাঙা অধর ছূঁয়ে,
নীল নয়নের অতল তলে স্বপন খুঁজি যদি,
বুকের কারায় বন্দী করে,
পরশ-মাতাল আবেগ ভরে,
সুখের শান্ত সিন্ধুজলে হৃদয় ভাসাই যদি,
নীল নয়নের এক ইশারায়,
ভরবে কি গো জোয়ার ধারায়,
খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪চমৎকার... খুব সুন্দর প্রকাশ করেছেন...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১০/২০১৪অল্প কথায় সুন্দর প্রকাশ। ভালো লাগলো। আর ধন্যবাদ তাদের কে যারা চুল ছেড়া বিশ্লেষন করলেন।
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪খুব ভাল হয়েছে। পড়তে পেড়ো ধন্য কবি।।।।।।
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/১০/২০১৪১ম এর চেয়ে শেষ স্তবকগুলো সম্পূর্ণ মনে হয়েছে। ১ম স্তবকে যদি পদ্মরাঙা অধর ছুঁয়ে এর পর একই মাত্রা আর অনুপ্রাসে আরেকটা লাইন থাকতো তবে কবিতার ব্যকরণে এটি আরও অনন্য হতো।কবিতার ভাবটি অসাধারণ, এতটা ভালোবাসার অভিব্যক্তি! মুগ্ধ হওয়ার মতো। নীল নয়নের ইশারায় খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদীতে প্রবহমান জোয়ার। অনেক উন্নত কবিতারই প্রকাশ এটি। অভিনন্দন কবি।
-
সুরজিৎ সী ২৬/১০/২০১৪খুবই ভালো লাগলো।
-
স্বপন শর্মা ২৫/১০/২০১৪অসাধারন হয়েছে, কবি ভালো থাকবেন