অন্বেষণ
তোমার ওখানে কার্তিক মাস
শুক্ল-পক্ষ রাতি,
উঠানে বসিয়া দেখিছ আকাশ
জ্বালায়ে চাঁদের বাতি।
স্নিগ্ধতা মাখা ফিকে আলোয়
মাঠ খানি যায় দেখা,
সবুজ খাতায় লিখেছে যেন
আবছা কালির লেখা।
মাতাল করা মাটির গন্ধে
বাতাস ছুটিছে বেগে,
ধানের গরবে গরবিনী শীষ
দুলিছে কাঁপন লেগে।
দ্বি-প্রহর রাত, জাগিছ একাকী
স্বপনের ফুল চোখে,
ঘুম-ভেজা ক্ষণে নিশাচর পাখি
ডেকে উঠে তরু-শাখে।
কোলাহল জাগে পাতায় পাতায়
কূহকিনী বায়ু ত্রাসে,
বিলের জলেতে এক খানি চাঁদ
শত খানি হয়ে ভাসে।
হাতের চুড়িতে চমকে জােছনা
মুঠো পুরে তারে লয়ে,
নবীন অঙ্গে করো মাখামাখি
বিভোর বিভোল হয়ে।
আমার এখানে রজণী দীঘল
ফুরোতে চায় না ক্ষণ,
জোছনালোকে করে যায় মন
চাঁদেরই অন্বেষণ।।
শুক্ল-পক্ষ রাতি,
উঠানে বসিয়া দেখিছ আকাশ
জ্বালায়ে চাঁদের বাতি।
স্নিগ্ধতা মাখা ফিকে আলোয়
মাঠ খানি যায় দেখা,
সবুজ খাতায় লিখেছে যেন
আবছা কালির লেখা।
মাতাল করা মাটির গন্ধে
বাতাস ছুটিছে বেগে,
ধানের গরবে গরবিনী শীষ
দুলিছে কাঁপন লেগে।
দ্বি-প্রহর রাত, জাগিছ একাকী
স্বপনের ফুল চোখে,
ঘুম-ভেজা ক্ষণে নিশাচর পাখি
ডেকে উঠে তরু-শাখে।
কোলাহল জাগে পাতায় পাতায়
কূহকিনী বায়ু ত্রাসে,
বিলের জলেতে এক খানি চাঁদ
শত খানি হয়ে ভাসে।
হাতের চুড়িতে চমকে জােছনা
মুঠো পুরে তারে লয়ে,
নবীন অঙ্গে করো মাখামাখি
বিভোর বিভোল হয়ে।
আমার এখানে রজণী দীঘল
ফুরোতে চায় না ক্ষণ,
জোছনালোকে করে যায় মন
চাঁদেরই অন্বেষণ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪খুব সুন্দর
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪ছন্দময় রাতের আকাশ বেশ ভালো লাগলো।
-
স্বপন শর্মা ২৩/১০/২০১৪অসাধারন........
-
পার্থ সাহা ২২/১০/২০১৪vlo hoece
-
মনিরুজ্জামান শুভ্র ২২/১০/২০১৪চমৎকার হয়েছে । অনেক ভাল লাগলো ।
রজণী > রজনী -
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪ওফ্ ওস্তাদ, ভাব বর্ণনা শব্দবিন্যাস তাল-লয় সব মিলেমিশে এক অনবদ্য রচনা - নিটোল ও নিঁখুত। প্রকৃতি আর অনুভবকে যেভাবে এঁকেছেন তার তূলনা খুবই কম। একরাশ মুগ্ধতা .... !