চির-উন্মাদ
অকারণে জড়িয়ে গেলাম আশার কুহক জালে
অকাল ঝড়ে ভেঙ্গে পড়ে ঘর বাঁধি যেই ডালে
পড়ে ভেঙ্গে, ফের গড়ি তায়
অাশার নিছক স্বপন গাঁথায়
ভুলিয়ে হৃদয় বিষাদ-ঘন ব্যথার অন্তরালে
কিনার খুঁজি নীল দরিয়ার নিথর নিশি কালে।
মরণ ব্যথা বুকে নিয়েই মরণ সনে যুঝি
যে হলো পর তারি দেশে ঠিকানা মোর খুঁজি
রঙ্গ দারুণ ভবের নাটে
সকল চাওয়া বিকাই হাটে
বিনা দরে নিলাম করে হারাই সকল পূঁজি
ফাঁকির কড়ি একেক করে নিলেম টেঁকে গুঁজি।
যার লাগি মোর ফুল-মালা গাঁথি আপন হাতে
বিছায় সে বিষের কাঁটা আমার চলার পথে
কণক হাসির রেখা চেয়ে
চলি কাঁটার সে পথ বেয়ে
মরীচিকার পেছন ছুটে অাছড়ে পড়ি ঘাতে
সকল হারার জ্বালা তবুও সয়না যেন ধাতে।
আজ পেতেছি বুক বসাও ছোরা মিটিয়ে সব সাধ
রক্ত কণায় ছড়িয়ে পরুক ঘৃণার বিসংবাদ
অভিশাপের অগ্নি ঢেলে
একটু যদি শান্তি মেলে
দাও ঢেলে তা-ই ভরিয়ে নিতে অপযশের খাদ
তবুও যদি চেতন ফিরে পায় চির-উন্মাদ।।
অকাল ঝড়ে ভেঙ্গে পড়ে ঘর বাঁধি যেই ডালে
পড়ে ভেঙ্গে, ফের গড়ি তায়
অাশার নিছক স্বপন গাঁথায়
ভুলিয়ে হৃদয় বিষাদ-ঘন ব্যথার অন্তরালে
কিনার খুঁজি নীল দরিয়ার নিথর নিশি কালে।
মরণ ব্যথা বুকে নিয়েই মরণ সনে যুঝি
যে হলো পর তারি দেশে ঠিকানা মোর খুঁজি
রঙ্গ দারুণ ভবের নাটে
সকল চাওয়া বিকাই হাটে
বিনা দরে নিলাম করে হারাই সকল পূঁজি
ফাঁকির কড়ি একেক করে নিলেম টেঁকে গুঁজি।
যার লাগি মোর ফুল-মালা গাঁথি আপন হাতে
বিছায় সে বিষের কাঁটা আমার চলার পথে
কণক হাসির রেখা চেয়ে
চলি কাঁটার সে পথ বেয়ে
মরীচিকার পেছন ছুটে অাছড়ে পড়ি ঘাতে
সকল হারার জ্বালা তবুও সয়না যেন ধাতে।
আজ পেতেছি বুক বসাও ছোরা মিটিয়ে সব সাধ
রক্ত কণায় ছড়িয়ে পরুক ঘৃণার বিসংবাদ
অভিশাপের অগ্নি ঢেলে
একটু যদি শান্তি মেলে
দাও ঢেলে তা-ই ভরিয়ে নিতে অপযশের খাদ
তবুও যদি চেতন ফিরে পায় চির-উন্মাদ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান নূর ২৪/১০/২০১৪দারুন হয়েছে
-
একনিষ্ঠ অনুগত ২২/১০/২০১৪অনেক সুন্দর লিখেছেন...
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪বানান দেখলাম ঠিক করেছেন, ভাল।
আবার দেখুন - এখনো ভূত একবারে সরে নি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১০/২০১৪ভালো লাগলো।.....
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪আপনার কবিতার উচ্চতা নিয়ে কথা বলে আমার মূর্খতা প্রকাশ করব না, শুধু বলব - অসাধারণ।
তবে একটু পণ্ডিতি করলে কিছু মনে করবেন না তো গুরু?
বানানঃ
খূঁজি > খুঁজি (প্রায়ই নিজেও ভুল করি)
যূঝি > যুঝি (সবারই ধাঁধা লাগে)
ছোঁরা > ছোরা, ছুরা (সবারই ধাঁধা লাগে)
দারুন > দরুণ
শব্দঃ বিনাদরে > বিনা দরে
কবিতাটি প্রতি শব্দ ধরে ধরে পড়তে হয়েছে।
সুন্দর কবিতায় অনেকক্ষণ আটকে রাখলেন কিন্তু।
অভিনন্দন। -
এনামুল হক মানিক ২১/১০/২০১৪অভিশাপের অগ্নি ঢেলে
একটু যদি শান্তি মেলে
.... সুন্দর লিখেছেন ভাই, ধন্যবাদ রইলো।