www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছেলেটি ও মেয়েটি

অবাক বিস্ময়ে ছেলেটি তাকায় মেয়েটির পানে
বৃষ্টিস্নাত কোন ফোটা কামিনী সৌরভে দােলে
যেন হর-পাতার আবডালে তার মানস কাননে,
গহণ অাঁধার কালো ডাগর তার চোখের তারায়
পদ্মার স্রোত-ঢেউ পলকে গতি ভুলে থেমে যায়
নীহারিকা হারায়ে দিশা স্থির হয় নিথর মননে।

বিস্ময়ের বলয় ছিঁড়ে পিছু নেয় ঘর ভােলা মন
হাসির খেয়া বেয়ে দূরদেশে পাড়ি দেয়া স্পন্দন
ধড়ে ফেরায় স্বপ্নাবতী মেয়েটির হাতের কাঁকণ,
রিনঝিন উঠে বেজে যেন কেহ সেতারের তারে
অচেতন খেয়ালে রেখে অচেনা রাগিনীর তান
সাধিছে নতুন করে নব আবেগে সুর বারেবারে।

অচেনা নতুন গায়ে পথধরে হেঁটে যায় মোহিনী
মোহিত ছেলেটি চোখভরে রূপ নেশা করে পান
আকাশের গায়ে নেমে আসে অন্ধকার আবরনী,
দূরপথে যেতে যেতে কুয়াশায় মিলায় তার কায়া
স্তব্দ সময় এসে ভর করে মেটো পথের সীমানায়
কােলাহল শুধু শুন্যতায়, এ এক নতুন মোহমায়া।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    আমার ভুল হতে পারে; কেমন যেন মনে হচ্ছে লেখাটা আর একটু মনযোগ পেতে পারত? ভাব শব্দ সম্ভার মন্দ নয় তবে আর একটু সুগঠিত হলে ভাল দেখাত।
    • মোহাম্মদ তারেক ২০/১০/২০১৪
      বৈচিত্রতার জন্যই গঠনে ভিন্নতা, মনযোগের কমতি ছিল বলে বোধ করিনি.. অামার পাতায় চোখ রাখলে কবিতার গাঠনিক বিচিত্রতা দেখতে পাবেন বলে আশা রাখছি...অনেক অনেক প্রীত হলাম অাপনার বন্ধুসুলভ আন্তরিকতায়....
      • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
        নিজের 'পরে যথেষ্ট আস্থা আছে দেখে ভাল লাগল। হ্যাঁ, এমন আস্থা আপনি রাখতে পারেন বৈকি!

        গঠনের বৈচিত্রতা ও ভিন্নতাকে সাধুবাদ জানাই।
        ধন্যবাদ।
  • ভাল লেগেছে অনেক
  • ১৭/১০/২০১৪
    সুন্দর ।
  • জহির খান ১৬/১০/২০১৪
    খুব ভালো লাগলো ...।
  • আরও একবার কোথায় যেন পড়েছি কবিতাটা ...। তখনও বলেছি অনেক ভাল লেগেছে এখনও বলছি চমৎকার হয়েছে।
    • মোহাম্মদ তারেক ১৭/১০/২০১৪
      ধন্যবাদ কবি,,,প্রথমবারের মতো প্রকাশিত কবিতা এটা। সাদৃশ্যপূর্ণ লেখা পেয়ে থাকতে পারেন। কৃতজ্ঞতা রইল মন্তব্যের জন্যে..
  • ভালো হয়েছে।
 
Quantcast