চন্দ্রবালা
ওগো নিশুতি চন্দ্রবালা
মোর অন্তর বন্দনা লহ
যেন কেহ শুনিতে না পায়
আলো কিবা বায়
কানে কানে একবার
শুধু ভালবাসি কহ।
অলি দোল খায় চুপি চুপি
কাননে কুসুম-শতদলে
ভরা জােছনা অভিসারে মাতে
ধরা হতে নভোতলে
অভিমানী হিয়া কাঁদিছে রহিয়া
সহিতে পারেনা এ বিরহ,
শুধু একবার ভালবাসি কহ।
যখন একাকী প্রহর যায় কেটে
জানালার পাশে বসি,
স্মরন সাঁয়রে তব তরী ভাসে
ডুবে নিশিথিনী শশী।
প্রভাত কিরণে তোমা খূঁজি গােপনে
স্বপন যাতনায় অসহ,
শুধু একবার ভালবাসি কহ।
(প্রেম-কথা)
মোর অন্তর বন্দনা লহ
যেন কেহ শুনিতে না পায়
আলো কিবা বায়
কানে কানে একবার
শুধু ভালবাসি কহ।
অলি দোল খায় চুপি চুপি
কাননে কুসুম-শতদলে
ভরা জােছনা অভিসারে মাতে
ধরা হতে নভোতলে
অভিমানী হিয়া কাঁদিছে রহিয়া
সহিতে পারেনা এ বিরহ,
শুধু একবার ভালবাসি কহ।
যখন একাকী প্রহর যায় কেটে
জানালার পাশে বসি,
স্মরন সাঁয়রে তব তরী ভাসে
ডুবে নিশিথিনী শশী।
প্রভাত কিরণে তোমা খূঁজি গােপনে
স্বপন যাতনায় অসহ,
শুধু একবার ভালবাসি কহ।
(প্রেম-কথা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/১০/২০১৪চমৎকার লাগলো কবি ।
-
শিমুদা ১৫/১০/২০১৪অাহ! কি কবিতা! খুব ভাল লাগল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/১০/২০১৪ভালবাসি ভালবাসি এই সুরে জলে স্থলে......................। খুব সুন্দর হেয়েছে। এভাবে বললে একবার না বারবার বলবে ভালোবাসি।
-
পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪খুব সুন্দর
-
স্বপন রোজারিও(১) ১৪/১০/২০১৪প্রেমের কবিতাটি সুন্দর হয়েছে।