শুধু রেখো মনে
যেই পথে গেলে ফুলশােভা মেলে
যাও চলে সেই পথ ধরে,
অকারণে যতো বাড়ে মনোক্ষত
মুছে ফেলো নব সুখভারে।
যা কিছু অাঁচলে দিয়েছি গো ঢেলে
মনে করো সবি বৃথাদান,
তারে অবহেলে দিও পথে ফেলে
যাক্ রসাতলে অভিমান।
অাঁখিনীর তার চেয়োনাক আর
কেঁদে যে তােমায় পিছু ডাকে,
যায় যাক্ ভেসে কিবা যায় আসে
নিয়ত ব্যথার ঘুর-পাঁকে।
ব্যথা জল-ছবি যাও ভুলে সবি
নব দিনে, নব ফুল-বাসে,
শুধু রেখো মনে নিরবে গোপনে
সে ব্যথি তোমায় ভালবাসে।।
(অসম প্রেমের কবিতা)
যাও চলে সেই পথ ধরে,
অকারণে যতো বাড়ে মনোক্ষত
মুছে ফেলো নব সুখভারে।
যা কিছু অাঁচলে দিয়েছি গো ঢেলে
মনে করো সবি বৃথাদান,
তারে অবহেলে দিও পথে ফেলে
যাক্ রসাতলে অভিমান।
অাঁখিনীর তার চেয়োনাক আর
কেঁদে যে তােমায় পিছু ডাকে,
যায় যাক্ ভেসে কিবা যায় আসে
নিয়ত ব্যথার ঘুর-পাঁকে।
ব্যথা জল-ছবি যাও ভুলে সবি
নব দিনে, নব ফুল-বাসে,
শুধু রেখো মনে নিরবে গোপনে
সে ব্যথি তোমায় ভালবাসে।।
(অসম প্রেমের কবিতা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪ভাল লাগল
-
শিমুল শুভ্র ১৪/১০/২০১৪কবিতা বেশ ভালো লাগলো - তবে অসম প্রেমের কবিতা বলতে পারছি না বলে দুঃখিত -
-
কৌশিক আজাদ প্রণয় ১৪/১০/২০১৪আমার কাছে তো অসম মনে হয়নি। তবে অভিমানের পাশাপাশি শুভকামনাও আছে দেখলাম। কবিতাটা অসাধারণ।
-
রাসেল মিয়া ১৪/১০/২০১৪রবীন্দ্র রবীন্দ্র ভাব আছে, ভালো লাগলো
-
আফরান মোল্লা ১৪/১০/২০১৪খুব ভালো লাগলো॥