www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরুচারিনী

ওগো মরুচারিনী---
দূর হতে শুনি তোমার সুর প্রতিধ্বনি,
মোর হৃদয়ে এসে বাজে
দুনিয়া ভুলানো স্বরের গুনগুনানি।
খুলে যায় সম্মুখে মোর
চির বঞ্চিত জীবনের রুদ্ধ দুয়ার,
স্বপনেরা গেলাস ভরে
সামনে এনে ধরে আবে-কওসার।
থরে-বিথরে ফুটে উঠে
বিশুষ্ক শাখে শাখে রঙিণ গোলাব,
লূ-হাওয়ায় উড়ে তোমার
ধূলোয় মলিন ওই কৃষ্ণ হিজাব।
ঝমঝম ঘাঘরা দোলে
মরিয়ম ফুল ফোটা বালূকা পথে,
শুক্লার চাঁদ উঠে ঠোঁটে
ছিটকে এসে দূর আকাশের হতে।

ওগো মরুচারিনী---
পূবের দুয়ার খুলে আশা দিন গুনি।
নৈশব্দিক ভূতল আমার
পরশ মানিকে করো শব্দ মুখর,
প্রবাহিত করো ধমণীতে
ব্যথাস্রুত অবারিত সুখের নহর।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ১২/১০/২০১৪
    ভালো লিখেছেন।
    শুভেচ্ছা।
  • ভাল লাগলো ।
  • বাহ বেশ লিখেছেন তো।
    • মোহাম্মদ তারেক ১১/১০/২০১৪
      অনুপ্রানিত হলাম কবি আপনার মন্তব্যে...
  • আফরান মোল্লা ১১/১০/২০১৪
    খুব ভাল॥
 
Quantcast